ভারত-বাংলাদেশ থেকে মোট ৬ জন গুণী ব্যক্তিকে ঋত্বিক ঘটক সম্মাননা পদক প্রদান করা হয়েছে। তারা হলেন, বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, অভিনেত্রী জয়া আহসান এবং ভারতের ব্রাত্য বসু ও ভিকে জোসেফ।
উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চার দিনব্যাপী ‘ষষ্ঠ ঋত্বিক সম্মাননা পদক ও চলচ্চিত্র উৎসব’র সমাপনী এবং ‘ঋত্বিক কুমার ঘটক, এক বিরলপ্রজ প্রতিভার নাম’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ মিলনায়তনে মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম এ জাহেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজুজিল হক। আরো উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুর রহমান খান, পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, অধ্যাপক ফজলুল হক ও অভিনেত্রী জয়া আহসান।
এর আগে রাজশাহী মহানগরীর পদ্মা পাড়ের লালন মঞ্চে ৫-৭ নভেম্বর প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে শিবলী নোমানের চলচ্চিত্র- ত্রি, তাওকীর ইসলামের- আয়না, শাহরিয়ার চয়নের- গন্তব্যহীন, মাহমুদ হোসেন মাসুদের- আলোর দেখা, শাহরিয়ার হাসান শুভর- বিবেক, নাহিদা সুলতানা সুচির- ঘুড়ি, বিভাস রায়ের- মায়োসিস, আহসান কবীর লিটনের- প্রত্যাবর্তন।
পিআর/এসএস