• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বিয়ে করতে টিভি উপস্থাপককে অপহরণ তরুণীর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২২
টিভি উপস্থাপক প্রণব
টিভি উপস্থাপক প্রণব

বিয়ে করতে রাজি হচ্ছিলেন না মিউজিক চ্যানেলের টিভি উপস্থাপক প্রণব সিস্টলা। এর জেরে তাকে অপহরণ করেছেন এক তরুণী। এই অভিযোগে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেই নারীকে। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ৩১ বছরের নারী ভোগীরেড্ডি তৃষ্ণা। টিভি উপস্থাপক প্রণবকে অপহরণ এবং মারধর করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সূত্র জানায়, বছর দুয়েক আগে একটি বিয়ে সংক্রান্ত ওয়েবসাইটে চৈতন্য রেড্ডি নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তৃষ্ণার। পরে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও কথা-বার্তা হয় দুজনের মধ্যে।

ওই যুবতীকে তার সঙ্গে একটি ব্যবসায় বিনিয়োগ করতে বলে চৈতন্য। তাই যুবকের ওপর ভরসা করে ব্যবসা করার উদ্দেশে ৪০ লক্ষ রুপি বিনিয়োগ করেন তৃষ্ণা। কিন্তু ওই অর্থ হাতিয়ে গা ঢাকা দেন চৈতন্য।

এরপর থেকে আর কোনোভাবেই চৈতন্যর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তৃষ্ণা। পরে তিনি জানতে পারেন, বিয়ের ওই ওয়েবসাইটে যে প্রোফাইল থেকে তার সঙ্গে চৈতন্য কথা বলতেন, সেটা আসলে প্রণবের নামে তৈরি। আর সেখানে তারই ফোন নম্বর দেওয়া।

ঠিক তখনই তৃষ্ণা সিদ্ধান্ত নেন— প্রণবকে বিয়ে করেই অর্থসহ যাবতীয় জটিলতা মেটাবেন তিনি। এই চিন্তাভাবনা থেকেই প্রণবের সঙ্গে যোগাযোগ করেন তৃষ্ণা। চৈতন্যর বিষয়টি তাকে জানান। কিন্তু সব শুনে তৃষার সঙ্গে কথা বলা বন্ধ করেন প্রণব।

মূলত এ কারণেই তৃষ্ণা ক্ষুব্ধ হয়ে ঠিক করেন— প্রণবকে অপহরণ করবেন। নিজের অফিসের এক কর্মীকে ৫০ হাজার রুপি দিয়ে এই অপরাধে শামিল করেন তৃষ্ণা। পরে প্রণবের গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসিয়ে প্রতি মুহূর্তে তাকে ফলো করতে থাকেন তৃষ্ণা।

প্ল্যান মোতাবেক প্রণবকে অপহরণ করে মারধর করেন তৃষ্ণা। এই চক্রান্ত থেকে বের হতে তৃষার দাবি মেনে নেন প্রণব। সেই শর্তেই তাদের হাত থেকে রেহাই পান প্রণব। তবে বেরিয়ে এসেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ দেবে অ্যাপেক্সে, থাকছে ঘরে বসেই কাজের সুযোগ
ফোনে ‘পার্টটাইম চাকরি’ দেওয়ার নামে ভয়াবহ প্রতারণা
বেকার থেকে তরুণ ফ্রিল্যান্সার মুশফিক