ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বোনের মৃত্যুর একদিন পরেই মারা গেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ , ১১:১০ এএম


loading/img
বোনের মৃত্যুর একদিন পরেই মারা গেলেন ডলি সোহি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় অভিনেত্রী ডলি সোহি। ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার (৮ মার্চ) মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই জরায়ুর ক্যানসারে সঙ্গে লড়াই করছিলেন ডলি। অবশেষে মৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ডলির মৃত্যুর খবরটি নিশ্চিত করে একটি পোস্ট দেয় তার পরিবার।  

ওই পোস্টে জানানো হয়েছে, ‘আমাদের আদরের ডলি আজ অমৃতলোকে পাড়ি দিলো আমাদের ছেড়ে। ওর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ দুপুরেই ওর শেষকৃত্য সম্পন্ন হবে।’  

বিজ্ঞাপন

জানা গেছে, ডলির মৃত্যুর একদিন আগেই জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান তার বোন অমনদীপ সোহি। এর একদিন পার না হতেই চলে গেলেন তার বড় বোন ডলিও। 

ভারতীয় সিরিয়াল ‘ঝনক’-এ কাজ শুরু করেছিলেন ডলি। কিন্তু ক্যানসার ধরা পড়ার পর মাঝপথেই ধারাবাহিকটির ছেড়ে দিতে হয় তাকে। কারণ, কেমোথেরাপির দেওয়ার পর এক টানা শুটিং করতে পারতেন না এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ভারতের ছোট পর্দার পরিচিত মুখ ডলি সোহি। প্রায় দুই দশক ধরে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে এমিলি নামের একটি কন্যা সন্তান রয়েছে তার।    

বিজ্ঞাপন
Advertisement

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |