ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

রাস্তায় যৌন হেনস্তার শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৬ এপ্রিল ২০২৪ , ০৮:১৬ পিএম


loading/img

বিগবস প্রতিযোগী আয়েশা খান, তাকে কিছু দুঃসহ স্মৃতি আজও তাড়া করে । মুম্বাইয়ের রাস্তায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। এখনও ভুলতে পারেন না। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তা প্রকাশ করেছেন আয়েশা।

বিজ্ঞাপন

একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, তখন আমি মালাদে থাকি। একদিন বিকেল বেলা আমার ফ্ল্যাটের সামনে ফুচকা খেতে নিচে নেমেছিলাম। হঠাৎ এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে আমাকে বলেন, বাহ.. তোমার স্তনগুলো তো খুব সুন্দর! ওই লোকটার কথায় আমি চমকে উঠেছিলাম।

এরপর আরও এক হেনস্তার ঘটনা বলেন আয়েশা। তার কথায়, আমি একদিন অটো করে কাজে যাচ্ছিলাম। হঠাৎ করে অটোওয়ালা আমায় বলল, আমাকে কেউ একটা পিছু করছে। হঠাৎ করে দেখি আমার অটোর পাশে একটি বাইক আসে। বাইকের পেছনে বসা এক যুবক হাত বাড়িয়ে আমার শরীর ছুঁতে চায়। চিৎকার করে উঠেছিলাম।

বিজ্ঞাপন

যত্রতত্র হেনস্তা্র বিষয়টি নিয়ে আয়েশা আরও বলেন, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি বলেই যে আমাদের এটা সহ্য করতে হয়, তা নয়। আমরা মেয়েরা সত্যিই মাঝে মধ্যে খুব অসহায়বোধ করি।

আয়েশা খান একাধারে মডেল ও অভিনেত্রী। তিনি আলোচনায় আসেন রিয়েলিটি শো বিগবসের মাধ্যমে। এরইমধ্যে ক্যারিয়ারে জমা হয়েছে বেশকিছু কাজ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |