ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মদ্যপ অভিনেতার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ , ০৬:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

যৌন হেনস্তার দায়ে বরখাস্ত করা হয়েছে টলিউড পরিচালক অরিন্দম শিলকে। এরপরই সরব হয়েছেন সেখানকার অভিনেত্রী দেবলীনা দত্ত। জানালেন টলিউডের এক সুপারস্টার দ্বারা হেনস্তার শিকার হওয়ার কথা।

বিজ্ঞাপন

ডিরেক্টর গিল্ড থেকে অরিন্দমকে বরখাস্ত করার পর সামাজিকমাধ্যমে দেবলীনা লেখেন, সময়ই সব উত্তর দেয়। সময়কে চুপ করিয়ে রাখা যায় না।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, টলিউডের কয়েকজন শিল্পী নিউইয়র্কে গিয়েছিলেন। সেখানে মায়ের সঙ্গে যোগ দিয়েছিলেন দেবলীনা নিজেও। এক টলিউড সুপারস্টারও ছিলেন। যিনি জাতীয়স্তরেও খ্যাতনামা। বাংলা-হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই নামজাদা তারকা। 

এরপর জানান, সেই ট্যুরেই সেই খ্যাতনামা অভিনেতার হোটেলের ঘরে একদিন সকলে আড্ডা দিচ্ছিলেন। ভুল করে অভিনেত্রীর মা তার রুমেই নিজের শাল ফেলে আসেন। এরপর ডিনারের সময়ে দেবলীনার রুম নাম্বার জেনে নেন ওই অভিনেতা। রাত বারোটা বাজতেই সেই তারকা দেবলীনাকে ফোন করে তার ঘর থেকে মায়ের শাল নিয়ে যেতে বলেন। 

বিজ্ঞাপন

অভিনেত্রীর জানান, সেই ইঙ্গিত না বুঝেই সেদিন ওই তারকার রুমে গিয়েছিলেন তিনি। তবে শালটা সোফা থেকে নেওয়ার সময়েই ঘরের দরজা বন্ধ করে মদ্যপ অবস্থায় দেবলীনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওই তারকা। এরপর অভিনেত্রী দৌড়ে দরজা খোলার চেষ্টা করায়, তিনি জিজ্ঞেস করেন, দেবলীনা চলে যেতে চান কিনা? তার সম্মতি নেই দেখেই তিনি তাকে যেতে দেন।

আরটিভি/এএ-টিআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |