ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নিউইয়র্কে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ , ০২:১২ পিএম


loading/img

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’। সিনেমাটি নির্মাণ করেছেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার ইভান মনোয়ার। 

বিজ্ঞাপন

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ২০-২১ এপ্রিল আয়োজন করা হয়েছে এই চলচ্চিত্র উৎসব। প্যাসেঞ্জার প্রদর্শিত হবে ২১ এপ্রিল রবিবার স্থানীয় সময় সকাল ১১ টা ১০ মিনিটে। এই উৎসবে ঢাকা ও কলকাতায় শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল। এর মধ্যে থেকে নির্বাচিত সিনেমাগুলো প্রদর্শিত হবে।

ঢাকা শহরে শাহাদাত-বিলকিসের প্রেম-বিশ্বাসঘাতকা এই শর্ট ফিল্মের মূল উপজীব্য। শর্ট ফিল্মটি প্রযোজনা করেছে প্যান্টাগন ফিল্মস। এতে শাহাদাত চরিত্রে অভিনয় করেছে মীর রাব্বি এবং বিলকিস চরিত্রে অভিনয় করেছে সাদিয়া মাহি।

বিজ্ঞাপন

‘প্যাসেঞ্জার’ ইতিমধ্যে ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিয়েছে বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে প্রদর্শিত হবার পর এটি দর্শক পপুলার চয়েজে ছিলো। 

এছাড়াও আগামী ২ জুন থেকে লন্ডনে শুরু হওয়া ২৫তম রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে প্রদর্শিত হতে যাচ্ছে 'প্যাসেঞ্জার'।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |