ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

শিল্পী সমিতির নির্বাচন

ভোট দিয়ে যা বললেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ০৫:১২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সকাল থেকে বিএফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। দুপুরের পর ভোট দিতে আসেন ব্যবসায়ী, প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।

বিজ্ঞাপন

ভোটদান শেষে তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। এটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। যারা জয়ী হবেন, তাদের সবার সঙ্গে বসে আলোচনা করব। যারা পরাজিত হবেন তাদের সঙ্গেও বসব। 

সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন কি না জানতে চাইলে অনন্ত জলিল বলেন, আমি এত বড় মানুষ না, নেতাও না। তবে আমি চাই চলচ্চিত্রের উন্নয়ন। সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই।

বিজ্ঞাপন

এ সময় অনন্ত জলিলের সঙ্গে ছিলেন অভিনেত্রী বর্ষা ও নির্মাতা মো.ইকবাল।

২০২৪-২৬ মেয়াদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে আছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। অন্যটিতে সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে স্থান পেতে এবারের নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |