ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

১৪ বছর পর পুরোনো পরিচালকের সিনেমায় অক্ষয়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১১:২৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

হিট-ফ্লপ বলে কথা নেই। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কাজের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।  নতুন তথ্য হলো, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ সিনেমার নির্মাতা প্রিয়দর্শন এই অভিনেতাকে নিয়ে করছেন নতুন সিনেমার পরিকল্পনা। বিষয়টি নিজেই জানিয়েছেন।

বিজ্ঞাপন

নতুন সিনেমা নিয়ে নির্মাতা প্রিয়দর্শন বলেন, এবার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমায় অক্ষয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি। সিনেমাটি হরর-কমেডি ঘরানার।

বিজ্ঞাপন

তবে এই সিনেমাটি ‘ভুলভুলাইয়া’র মতো নয়, স্পষ্ট করে জানান এই নির্মাতা। তিনি বলেন, এই সিনেমায় কালো জাদু থাকবে। পাশাপাশি এতে ফুটে উঠবে দেশের ‘অন্যতম পুরোনো কুসংস্কার’র কথাও।

প্রসঙ্গত, এর আগে একাধিক সিনেমায়  প্রিয়দর্শনের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তবে সেসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘ভুলভুলাইয়া’ সিনেমাটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |