ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

‘শেকড়’ সিনেমা মানুষের চোখে জল ঝরাবে : নাঈম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ মে ২০২৪ , ০৫:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা প্রসূন রহমান। নাম ‘শেকড়’। এতে অভিনয় করবেন এফ এস নাঈম। বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যম কথা বলে তার সঙ্গে। 

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘শেকড়’ সিনেমার গল্পটা আবেগী। গভীরতাও আছে। বলতে গেলে এটা পৃথিবীর সমস্ত বাঙালির গল্প। বাবা-মা-সন্তান, ভাই-বন্ধুর গল্প। যা দেশ-বিদেশের বহু মানুষের চোখে জল ঝরাবে। আপাতত এতটুকুই বলবো। বাকিটা সিনেমা দেখার পরই সবার কাছে স্পষ্ট হবে।

বিজ্ঞাপন

এর আগে নতুন এই সিনেমায় যুক্ত হওয়া নিয়ে গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন নাঈম।

তখন এই অভিনেতা বলেছিলেন, চেষ্টায় আছি ভালো অভিনেতা হওয়ার। তাই প্রতিটি ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়াসটা অব্যাহত রেখেছি। ‘শেকড়’ তেমনই একটি কাজ।



‘শেকড়’ সিনেমায় এফ এস নাঈমের বিপরীতে দেখা যাবে আইশা খানকে। এছাড়া বিভিন্ন চরিত্রে দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজিব, নাইরুজ সিফাত, নাফিস আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা, শিশুশিল্পী মুনতাহা এমেলিয়া, হামিদুর রহমান প্রমুখ অভিনয় করছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে ‘শেকড়’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা প্রসূন রহমান নিজেই। সব ঠিক থাকলে আগামী বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |