ভালোবাসা দিবসে বড় পর্দায় নাঈম-মিথিলার চমক

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০২:৩৩ পিএম


ভালোবাসা দিবসে বড় পর্দায় নাঈম-মিথিলার চমক
রাফিয়াত রশিদ মিথিলা ও এফ এস নাঈম

শোবিজের জনপ্রিয় দুই তারকা এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা। ছোট পর্দায় বেশ কয়েকটি নাটকে জুটিবেঁধে কাজ করেছেন তারা। তবে এবার প্রথম বড় পর্দায় দেখা যাবে নাঈম-মিথিলাকে। আসছে ভালোবাসা দিবসে ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন এই জুটি।  

বিজ্ঞাপন

সিনেমাটির নাম ‘জলে জ্বলে তারা’। এটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। সিনেমার সব কাজ শেষ হয়ে গেলেও একাধিকবার মুক্তির তারিখ ঠিক করা হয়। কিন্তু প্রতিবারই সিনেমার মুক্তি পিছিয়ে যায়। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নাঈম-মিথিলার ‘জলে জ্বলে তারা’।

জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে অনুদান পায় এই সিনেমাটি। ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে করোনাকালীন সময়ে সিনেমার শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই শেষ হয় এর শুটিং। এবার ভালোবাসা দিবস উপলক্ষে ‘জলে জ্বলে তারা’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অরুণ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে গণমাধ্যমকে নির্মাতা বলেন, এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি। প্রথমবার পর্দায় দর্শক নাঈম-মিথিলার রসায়ন দেখবে। রোমান্টিক, মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন।

সিনেমাটি নিয়ে নাঈম বলেন, প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।

প্রসঙ্গত, ‘জলে জ্বলে তারা’ সিনেমায় নাঈম-মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission