• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ০৮:৫৭
ছবি : সংগৃহীত

হলিউডের ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা টাইটানিক খ্যাত অভিনেতা বার্নার্ড হিল আর নেই।

রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।

টাইটানিক ছাড়াও এই গুণী অভিনেতা লর্ড অব দ্য রিংস সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন। তার মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন অভিনেতার প্রতিনিধি লু কুলসন।

তিনি জানান, রোববার ভোরে অভিনেতা বার্নার্ড হিল মারা যান। আর এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, বার্নার্ড হিল অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তার সঙ্গে পথচলা সত্যি অন্যরকম ছিল। শান্তিতে থাকুন বেনি।

সবশেষ বিবিসি প্রযোজিত দ্য রেসপন্ডার নামে একটি নাটকের মাধ্যমে বার্নার্ড হিলের টিভি পর্দায় ফেরার কথা ছিল। কাকতালীয়ভাবে ওই নাটকটি রোববার থেকে সম্প্রচার শুরু হয়। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান নামে খ্যাতনামা অভিনেতা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ১১২ বছর বয়সে মারা গেলেন
যে কারণে ‘টাইটানিক’ সিনেমা করতে চাননি কেট উইন্সলেট
‘পর্দায় নগ্নদেহ প্রদর্শন সাহসিকতা নয়’
টাইটানিক সিনেমার প্রযোজক জন ল্যান্ডাউ আর নেই