ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

তুর্কি ‘শিকারি’র সেঞ্চুরি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০৬:০২ পিএম


loading/img

তুর্কির জনপ্রিয় ধারাবাহিক ‘শিকারি’। বাংলা ভাষায় ডাবিং করে ধারাবাহিকটি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার প্রচার করছে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল। বৃহস্পতিবার (৯ মে) রাত ৮টায় প্রচার হবে এর শততম পর্ব।

বিজ্ঞাপন

বুরকু গোর্গুন তোপটাস ও ওজলেম ইলমাজ রচিত সিরিয়ালটি পরিচালনা করেছেন বাহাদির ইন্স। নাটকের নির্বাহী প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন— বারিস আরদুস ও বুরজু বিরিচিক।

তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেথার তানরোয়েন, হাতিজে আসলান, লেভান্ত ইলগ্যান, বুরাক উইয়ানাক, জান্যার শাহিন, আয়তেক সায়াল, আহস্যান অ্যারোলু, ইপেক আরদ্যাম, দ্যারিয়া ব্যাজার্কা, হানদে দিলান হানজে প্রমুখ।  

বিজ্ঞাপন

এটি বাংলায় ডাবিং করেছেন রাজু, নাদিরা আঞ্জুম মিমি, আহসান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, শেকানুল ইসলাম শাহি, তোফায়েল আহমেদ, অভিক সাহা, পর্ণা মিটিন্ডা কস্তা, ইরা রহমান, অনু, তানিয়া, শাকিল, জারিন ফাতেমা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |