• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

আমাদের ভেতর একতা নেই: ওমর সানী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৩ মে ২০২৪, ১৮:৫১
ছবি : সংগৃহীত

ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে নানা অভিযোগ তুলে ধরেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

তিনি বলেন, শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ যত সমিতিই আছে আমাদের ভেতর একতা নেই। তারাই কিন্তু চায় না বাংলা চলচ্চিত্র চলুক, এমন অনেকেই আছেন। আমি ভেবেছিলাম আজকের এই প্রোগ্রামে মিশা সওদাগর থাকবেন, ডিপজল সাহেব থাকবেন। কিন্তু তারা নেই। একতার জায়গাটা নেই।

রোববার (১২ মে) এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ওমর সানী।

তিনি আরও বলেন, যারা অনেক চিৎকার করে তারাই আবার সিনেপ্লেক্সের ব্যবসার সঙ্গে ঢুকে এক হয়ে গেছে। আসলে সিনেপ্লেক্স শব্দটা আমাদের সঙ্গে সাংঘর্ষিক নয়। মনে হচ্ছে সিনেপ্লেক্স ও বাংলা চলচ্চিত্র আলাদা, বিষয়টি তা নয়।

ওমর সানী বলেন, একজন খসরু কখনো কোনো কিছু করতে পারবে না। তাকে আমাদের সাপোর্ট দিতে হবে। একই সঙ্গে আজকে ইকবাল যে ঝড়টা তৈরি করেছে, সেটাকে আরও বেগবান করতে হবে।

প্রসঙ্গত, গত ৩ মে দেশের প্রায় ৪০ হলে মুক্তি পায় এমডি ইকবাল পরিচালিত সিনেমা ‘ডেডবডি’। মুক্তির প্রথম দিনই সিনেমাটি স্টারে না চালানোর ঘোষণা দেন মো. ইকবাল। মুক্তির তিন দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স সিনেমাটি প্রদর্শন বন্ধ করে। ভৌতিক ধাঁচের এ সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, রোশান, শ্যামল মাওলা, অন্বেষা, রাশেদ মামুন অপু প্রমুখ।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে মৌসুমীর জন্মদিনে পাশে নেই ওমর সানী
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি
অসুস্থ ওমর সানী, চাইলেন দোয়া
নারায়ণগঞ্জ চেম্বার বোর্ডের পদত্যাগ চেয়ে সদস্যদের সংবাদ সম্মেলন