ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সোশ্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে পপুলার হলে গজব নাজিল হয়

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৪:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

এক সময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন আদনান ফারুক হিল্লোল। এখন করেন ফুল টাইম ফুড ব্লগিং। ঘুরে বেড়ান এক দেশ থেকে আরেক দেশ। সম্প্রতি এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত জনপ্রিয়তা পাওয়া নিয়ে মুখ খুলেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে হিল্লোল একটি স্ট্যাটাস দিয়েছেন।  

সেখানে তিনি লিখেছেন, ‘সোস্যাল মিডিয়ায় স্টান্টবাজি করে অতিরিক্ত পপুলার হতে নাই। আমি খেয়াল করে দেখছি, তাতে করে পরবর্তীতে গজব নাজিল হয়! এমন উদাহরণ বাংলাদেশে অনেকগুলো আছে।’

বিজ্ঞাপন

তবে কাকে উদ্দেশ্য করে এই স্ট্যাটাস, তা তিনি খোলাসা করেননি। আর এখানেই ভক্ত-অনুরাগীদের কৌতূহল। কেউ কেউ ধারণা করছেন, হতে পারে স্ট্যাটাসটি তিনি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানকে (রাফসান দ্য ছোট ভাই) নিয়ে দিয়েছেন। 

কারণ, সম্প্রতি এই কনটেন্ট ক্রিয়েটর তার বাবা ও মাকে একটি দামি গাড়ি উপহার দেন। পরে সেই ভিডিওটি তিনি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় তুমুল আলোচনা। বেরিয়ে আসে রাফসানের বাবা-মার বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। সমালোচনার মুখে পরেন রাফসান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |