ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ফাহিম ফয়সালের সুফি গানের মিউজিক ভিডিও প্রকাশ

আরটিভি

রোববার, ১৯ মে ২০২৪ , ০১:২৩ পিএম


loading/img

দেশের অন্যতম পর্যটনস্পট সুন্দরবেন চিত্রায়িত হলো কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সালের সুফি গান ‘সিজদাহ করি তোমায়’। সম্প্রতি গানটি প্রকাশ পেয়েছে ফাহিম ফয়সালের ফেসবুক পেজ, স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ডিজারসহ জনপ্রিয় সকল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানের সংগীতায়োজন করেছে রাফি এবং কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। 
 
গানটি নিয়ে ফাহিম ফয়সাল বলেন, ‍সুফি গানের প্রতি আমার ভীষণ রকমের দুর্বলতা রয়েছে। গানটিতে আমি মহান সৃষ্টিকর্তার সৃষ্টি ও মানুষের সাথে তার যে গভীর সম্পর্ক রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি। গানটি পুরোপুরি সৃষ্টিকর্তার প্রশংসা করেই লেখা হয়েছে। চেষ্টা করেছি প্রকৃতি ও প্রাকৃতিক কিছু চিরন্তন সত্য বিষয় গানের ভেতর তুলে ধরতে। খুব সহজ সরল কথামালা, সুর ও সংগীত দিয়ে গানটি সাজিয়েছি। গানটি রেকর্ডিংয়ের পর থেকেই আমার ইচ্ছে ছিলো প্রকৃতিক সৌন্দর্যমন্ডিত কোন স্থানে গানটির চিত্রায়ন করার। তাই আমাদের দেশের অন্যতম আকর্ষনীয় পর্যটনস্পট এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেষে একটি ইকো রিসোর্টে ‘সিজদাহ করি তোমায়’ গানের চিত্রায়ন করেছি। আশাকরি সৃষ্টিকর্তার স্মরণে প্রশংসামূলক এই গানের বাণী, সুর, সংগীত, গায়কী ও চিত্রায়ন শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দেবে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ের  ব্যস্ততা প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, নিয়মিত বিভিন্ন গানের সুর ও সংগীতায়োজন করছি, কপিরাইট গবেষণা ও সচেতনতায় কাজ করছি। এ ছাড়াও আমার ডিজিটাল এজেন্সি ভার্সডসফট লিমিটেডে সময় দিয়ে ব্যস্ত সময় পার করছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |