সংগীতশিল্পী ফাহিম ফয়সালের পিতার ইন্তেকালে শোক
লন্ডন থেকে প্রকাশিত অনলাইন দৈনিক সময়ের নির্বাহী সম্পাদক, সংগীতশিল্পী, আইটি উদৌক্তা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফাহিম ফয়সালের পিতা বিশিষ্ট আলেম ও জনসেবক মাওলানা নূরুল আমিন কাজি গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে, পুত্রবধূ, মেয়ের জামাই, নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা নূরুল আমিন কাজির মৃত্যুতে দেশ-বিদেশের বহু মানুষ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকার্ত বিশিষ্টদের মধ্যে রয়েছেন- হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, সময় সম্পাদক কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী, রানা তাসলিম উদ্দিন (পর্তুগাল), শাহ আলম কাজল (পর্তুগাল), অধ্যাপক ড. উপল তালুকদার (ঢাকা বিশ্ববিদ্যালয়), আরিফ আহমেদ (সহযোগী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টার. ইউনিভার্সিটি), উপসচিব মুহাম্মদ রায়হানুল হারুন, উপসচিব মোঃ নোমান হোসেন প্রিন্স, হাসান ফারুক (সহকারি সচিব), সাংবাদিক আকিদুল ইসলাম (অস্ট্রেলিয়া), সংগীতশিল্পী নকীব খান, সংগীতপরিচালক প্রিন্স মাহমুদ, গীতিকবি গোলাম মোর্শেদ, গীতিকবি হাসান মতিউর রহমান, সংগীতশিল্পী কনকচাঁপা, সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, সংগীতশিল্পী গোলাম মাওলা, সংগীতশিল্পী লিটন হাফিজ চৌধুরি, অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কী, সাংবাদিক এম জহিরুল ইসলাম (ডেইলি পোস্ট), সাংবাদিক মনজুর কাদের জিয়া (প্রথম আলো), সাংবাদিক মনসুর হেলাল (প্রতিদিনের সংবাদ), আবু রেজা মো. ইয়াহিয়া (ব্যাংকার ও লেখক), নাইম আবদুল্লাহ (অস্ট্রেলিয়া), এম এ মুকিত (চেয়ারম্যান, এইচএসএফ ফাউন্ডেশন), এসপি মারুফ আব্দুল্লাহ (ডিএমপি), এডিসি ফজলুর রহমান (ডিএমপি), এডিসি মোঃ জুনায়েদ আলম সরকার (ডিএমপি), এডিসি হাসান মুহতারিম (ডিএমপি), সাংবাদিক কামরুল হাসান দর্পন (ইনকিলাব), গীতিকার অনুরূপ আইচ, চিত্রপরিচালক মনজুরুল ইসলাম মেঘ, ব্যারিস্টার রফিকুল ইসলাম জনি, সাংবাদিক শিল্পী হোসাইন, ইঞ্জিনিয়ার আহসান বিন বাশার রিপন, সাংবাদিক আরিফ হোসাইন (যুক্তরাষ্ট্র), সাংবাদিক তালাত মাহমুদ (নেক্সাস টিভি), মেহেদী হাসান (সহকারী অধ্যাপক, ঢাবি), খালেদ সোহলে (সহকারী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টার. ইউনিভার্সিটি), মিজানুর রহমান আশিক (সহকারী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টার. ইউনিভার্সিটি), মো. সালাহ উদ্দীন (সহকারী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টার. ইউনিভার্সিটি), খালেদ আশরাফী (কানাডা), গীতিকার বাপ্পি খান, গীতিকার নিহার আহমেদ, সাংবাদিক রেজাউল করিম রেজা, সাংবাদিক মঈন বকুল (দৈনিক আমাদের সময়), জামাল মোস্তফা (একাত্তর টিভি), মামুনুর রশিদ (সৌদী আরব), সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া (নিউজ জি ২৪), মিনহাজুল আবেদীন শরীফ (সোশ্যাল অ্যাক্টিভিস্ট), তানভীর হাসান (গাজী টিভি), কবি আবিদ আজম (চ্যানেল নাইন), সংগীতশিল্পী নূরজাহান আলীম, সংগীতশিল্পী মুনায়েম বিল্লাহ, সংগীতশিল্পী লোপা হোসেইন, সংগীতশিল্পী আমিরুল মোমেনীন মানিক, অভিনেতা রাসেল মিয়া, সাংবাদিক মোত্তাসিম বিল্লাহ মাসুম, সংগীতশিল্পী এমআই মিঠু, সংগীতশিল্পী শেখ মহসিন, মাসুদুল হাসান রনি (কানাডা), সোহেল মোস্তাক (সহকারী অধ্যাপক, ফেনী গভ. কলেজ), সংগীতশিল্পী মনি জামান, সাংবাদিক আবদুল্লাহ মজুমদার, আনিস রহমান (দীপ্ত টিভি), আলী আফতাব ভূঁইয়া (দেশ টিভি), হাফেজ মাওলানা মনিরুল হক নাজমুল, এসএম নাজমুল হক (বিজয় টিভি), কবি সাইয়েদ জামিল, গীতিকার দেলোয়ার আরজুদা শরফ, আলোকচিত্রী মো. নাসির উদ্দীন (যুক্তরাষ্ট্র), আজাদ মহসীন (সহকারী অধ্যাপক, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ), মবিন মাসুদ (ব্যাংকার), সংগীতশিল্পী জয় শাহরিয়ার, নাট্যকার হুসনে মোবারক, সাংবাদিক রাসেল মাহমুদ, আলোকচিত্রী নূর ই আলম, কাজী টিপু (ইতালি), সংবাদ পাঠক নাসির উদ্দীন আয়ূব, শাহ আলম মাস্টার, এডুকেশন কনসালট্যান্ট ফখরুদ্দিন চিশতী, সমাজসেবক রেজাউল ইসলাম খাঁন সুমন, অ্যাডভোকেট হাসান-আল-মাহমুদ আরিফ পাটওয়ারী, কবি নাজমুস সায়াদাত, সাংবাদিক আলী আজম (আজকের পত্রিকা), সাংবাদিক ইলিয়াস হোসেন (দৈনিক যুগান্তর), সাংবাদিক বিপুল হাসান (আরটিভি), সাংবাদিক মঈনুল হক রোজ, সাংবাদিক তৌহিদ মিন্টু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন, গীতিকার রনিম রহমান, ওয়াহিদুল ইসলাম শুভ্র (দীপ্ত টিভি), সাংবাদিক তারেক বিন ফিরোজ (খবরের কাগজ), সাংবাদিক অপূর্ণ রুবেল, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, গীতিকার সিরাজুম মুনীর, সংগীতপরিচালক জাহিদ বাশার পঙ্কজ, সংগীত পরিচালক অনু মোস্তাফিজ, সাংবাদিক ফয়সাল রাব্বিকীন (দৈনিক মানবজমিন), সাংবাদিক ফারুকে আজম (এটিএন নিউজ) প্রমুখ।
উল্লেখ্য, মাওলানা নূরুল আমিন কাজি বহুদেশ ভ্রমণ করেছেন। জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে। জীবদ্দশায় তিনি দেশে-বিদেশে দ্বীন ইসলামের খেদমতে বিশেষ অবদান রেখেছেন। গরীব-অসহায় মানুষের জন্য সবসময় সাহায্যের হাত বাড়িয়েছেন। তিনি ঢাকার সাভারে আশুলিয়ায় অবস্থিত ‘রফিকিয়া মাদরাসা ও ইয়াতিমখানা (ওয়াক্ফ)’ খেজুরটেক এর জমিদাতা ও প্রতিষ্ঠাতা।
সংগীতশিল্পী ফাহিম ফয়সাল জানিয়েছেন, তার পিতার প্রথম জানাজার নামাজ ঢাকায় অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় জানাজা নামাজ লক্ষীপুরের দক্ষিণ মাগুরী হালিমিয়া কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আপনজনদের অংশগ্রহণে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন