• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

প্রভা আর কাঁদতে চান না

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ মে ২০২৪, ১৫:৩৫
সাদিয়া জাহান প্রভা
সাদিয়া জাহান প্রভা

উনিশ বছরের ক্যারিয়ার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। শুরুতে তুমুল ব্যস্ততায় দিন কেটেছে তার। তবে বর্তমানে নিজের ইচ্ছাতেই কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন তিনি। দুই দশকে এসে প্রভার উপলব্ধি, এই জীবনে তিনি কী চান, সত্যিই সেটা জানেন না এই অভিনেত্রী। নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানালেন প্রভা।

সাদিয়া জাহান প্রভা

বিজ্ঞাপনচিত্র, নাটক, টেলিছবিতে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন প্রভা। তবে এখন আর সেভাবে অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখেন না তিনি। মাঝেমধ্যে গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন। আবার ওটিটিতেও দেখা যায় তাকে।

সোমবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন প্রভা। ক্যাপশনে নিজের উপলব্ধি প্রকাশ করেছেন তিনি। স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘হয়তো আমি এখনও জানি না, আমার এই জীবনে আমি ঠিক কী চাই। কিন্তু আমি সত্যিই জানি, আমি কী চাই না।’

সাদিয়া জাহান প্রভা

প্রভা আরও লেখেন, ‘আমি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না। ঘুমানোর আগে, দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না। আমি শুধু চাই, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে।’

একটা সময় এত বেশি অভিনয় করতেন, কিন্তু হঠাৎ অনিয়মিত হয়ে গেলেন প্রভা। অভিনয় কমিয়ে দেওয়ার প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে বলতে পারি, অনেক না-বলা অভিযোগ, না-বলা দুঃখ আছে। অনেক মানুষের দেওয়া অকারণ অপমান হজম করেছি। এসব কারণে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি।’

সাদিয়া জাহান প্রভা

প্রভা বলেন, ‘এই সেক্টরে আমি যখন কাজ করতে এসেছিলাম, তখন মনে করেছিলাম, পা ফেলতে হবে অনেক স্মার্টলি। এতটুকুই। সেই আমি একটা সময় নানা রকম পলিটিকসের শিকার হব, মিডিয়াতে কাজ করলেই মেয়েটা খারাপ বা মেয়েটাকে অনেক কথা শুনতে হবে, এমনটা ভাবিনি। এছাড়াও আরও কিছু বিষয় আছে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে, কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপস করতে পারি না। এরপরও যাচাই-বাছাই শেষে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে এবার আমার কাজ করতে হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অশ্লীলতার অভিযোগ, নিষিদ্ধ হলো ১৮ ওটিটি প্ল্যাটফর্ম
বছরের আলোচিত ওটিটি কন্টেন্ট
এবার দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া
যুক্তরাষ্ট্র থেকে সুখবর দিলেন প্রভা