ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পলাশের উপহার পেয়ে আপ্লুত তারিক আনাম

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৮ মে ২০২৪ , ০৬:১১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীতে সম্প্রতি শেষ হয়েছে ‘এভাবেও ফিরে আসা যায়’ নাটকের শুটিং। আশিকুর রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান ও জিয়াউল হক পলাশ। আর শুটিং চলাকালে তাদের দুজনের হৃদয়ে জমা হলো স্মৃতিময় এক মুহূর্ত। তারিক আনামকে একটি বই উপহার দেন পলাশ। আর তাতেই আপ্লুত এ বর্ষীয়ান অভিনেতা।

বিজ্ঞাপন

সোমবার (২৭ মে) বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তারিক আনাম খান।

সেখানে তিনি লিখেছেন, ‘পলাশের সঙ্গে আমার এটা তৃতীয় কাজ। প্রথম ছিল ‘আপন’, ২য় ‘সাদা প্রাইভেট’ আর এবার করলাম ‘এভাবেও ফিরে আসা যায়’। এই নাটকে কবিতার উপস্থিতি আছে, আছে জীবনানন্দ দাশ। আমরা বিষ্ময়কর কবি জীবনানন্দকে নিয়ে অনেক কথা বলেছি রাতের ঘোরে শুটিং করতে করতে। হঠাৎ পলাশ বলল, ‘ভাইয়া আপনাকে আমি জীবনানন্দকে নিয়ে লেখা শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ বইটা উপহার দিতে চাই। সত্যিই নিয়ে এলো পরদিন।’

বিজ্ঞাপন

তারিক আনাম আরও লিখেছেন, ‘ভালোবাসার উষ্ণতা ভরা পলাশের স্বহস্তে লেখা, সঙ্গে তার স্বাক্ষর। পলাশের জানার আগ্রহ, পড়া, ছবি দেখা, শোনা আর ভাবা আমাকে আনন্দিত করে।
পড়তে শুরু করেছি ‘একজন কমলালেবু’। দারুণ সুন্দর শুরু । ধন্যবাদ পলাশ। তোমার ভালবাসার উষ্ণতা আমাকে স্পর্শ করে।’

বিজ্ঞাপন

অনুরূপভাবে জিয়াউল হক পলাশও সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস লিখেছেন। যেটি আরও বেশি আবেগপূর্ণ। 

তিনি লিখেছেন, ‘তারিক আনাম খান স্যার, আপনার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা আমার কাছে সবসময়ই স্মরণীয় যাত্রার মতো। মুহূর্তগুলোকে আগলে রাখার মতো। তবে এবার কাজ করতে গিয়ে আপনাকে আরও বেশি সময় পাওয়ার সৌভাগ্য হয়েছিলো। আপনার প্রতি মোহগ্রস্ত হয়েছিলাম আমরা সকলেই। আমার এই নিদারুণ উপহারকে আপনি যেভাবে গ্রহণ করলেন, এই প্রাপ্তি আমি আবেগ দিয়ে আগলে রাখবো। ধন্যবাদ আপনাকে।

প্রসঙ্গত, ‘এভাবেও ফিরে আসা যায়’ নাটকে তারিক আনাম খান ও জিয়াউল হক পলাশের পাশাপাশি আহমেদ হাসান সানি, পারসা ইভানা প্রমুখ অভিনয় করেছেন। আসন্ন ঈদুল আজহায় এটি প্রচারিত হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |