ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

উপার্জনের একটা অংশ নেশা করে উড়িয়ে দেয় হোসেনের ভাই, অতঃপর...

আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০৬:১৯ পিএম


loading/img
ছবি: আরটিভি

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। এ ছাড়া ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর ‘পারভেজ’সহ একাধিক চরিত্র দিয়েও দর্শকদের মাতিয়েছেন তিনি। এবার ঈদে পলাশ ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় ভিন্ন ভাবে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। 

বিজ্ঞাপন

ঈদে আরটিভির জন্য ‘হোসেনের গল্প’ শিরোনামের নাটক নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পলাশ। 

নাটকটির গল্পে দেখা যাবে, সিনেমা, নাটক অথবা গল্পে আমরা নায়ক এর চরিত্রে যেমনটা দেখতে পাই, চৌধুরী পরিবার এর এক মাত্র ছেলে বিলাসিতা যার পুরোটা জীবন জুড়ে অভাব কখনও যার জীবনে উকি দিতে ও আসে নাই। হোসেন এর জীবনের গল্প টা ঠিক তার উল্টো। যেদিন থেকে হোসেন এর জন্ম হয়েছে ঠিক তখন থেকে অভাব যেন হোসেনের জীবন সঙ্গী হয়ে আছে। ছোট বেলায় বাবা হারায়, এত অভাব আর দুঃখের মাঝে ও হোসেনকে কেউ কখনো তার মুখে হাসি ছাড়া দেখেছে বলে মনে হয় না। 

বিজ্ঞাপন

দুই ভাই হাসান আর হোসেন। হাসান হোসেনের চেয়ে তিন বছরের বড়। তা সত্ত্বেও হাসান কোনো কাজ না করে উল্টো মা আর হোসেন মিলে যা কামাই করে তার একটা অংশ নেশা করে উড়িয়ে দেয়। এ নিয়ে ও হোসেনের সংসারে অনেক অশান্তি। হাসানের মা শাহেরা খাতুন টেইলারিং করে যা পায় তা দিয়েই চলে তাদের সংসার। এত অভাব আর দুঃখের মাঝে একটা মানুষ কীভাবে জীবনটাকে উপভোগ করে, সারাক্ষণ হাসতে পারে—তা নিয়েই আমাদের এবারের আয়োজন... হোসেনের গল্প।

ঈদের এই একক নাটকটি শুক্রবার (৪ এপ্রিল) আরটিভির পর্দায় রাত ৮টায় প্রচারিত হবে। 

আরটিভি/এএ/এআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |