দেশে ফিরে যা বললেন কানের ‘সেরা অভিনেত্রী’
কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। সদ্য শেষ হওয়া ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। দেশে ফিরে এই অভিনেত্রী জানালেন নিজের প্রতিক্রিয়া। পাশাপাশি এই জয় উৎসর্গ করলেন ভারতীয় সিনেমার নারীদের।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনসূয়া বলেন, ‘আমি সবে দেশে ফিরলাম। সত্যি, এতটা ভালবাসা পাচ্ছি যে, আমি আপ্লুত।’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।
তিনি লিখেছেন, ‘প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই পুরস্কার জিতে অত্যন্ত গর্ববোধ করছি। ধন্যবাদ জানাব জুরিকে, যারা আমাকে যোগ্য ভেবেছেন। এই পুরস্কার আমার একার কৃতিত্ব নয়। আমার সিনেমার অন্য কলাকুশলী ও পরিচালকের কাছে কৃতজ্ঞ। যিনি আমার প্রতিভার উপর আস্থা রেখেছেন। আমার ছবির পরিচালক জাদুকরের মতো আমার কাছে। গল্পের জোরও এই ছবির বিপুল। আমার এই জয় সেই সব নারীদের জন্য, যারা শুধু গল্প বলার তাগিদে দিনরাত এই মাধ্যমটাকে ভালবেসে কাজ করে যাচ্ছেন।’
এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি আশা করব, আমার এই জয় ভারতীয় সিনেমায় নারীদের কাজের পথকে প্রশস্ত করবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের লক্ষ্য পূরণের স্বপ্ন দেখতে পারে।’
প্রসঙ্গত, একজন যৌনকর্মীকে নিয়ে সাজানো হয়েছে ‘দ্য শেমলেস’ সিনেমার গল্প। এটি নির্মাণ করেছেন কনস্টানটিন বোজানভ। সিনেমার গল্পে দেখা যাবে, দিল্লির একটি যৌনপল্লিতে এক পুলিশকে হত্যা করে একজন যৌনকর্মী ফেরারি হন। এখানে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া। তার চরিত্রের নাম ‘রেনুকা’।
মন্তব্য করুন