• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

অক্সিজেনের মাত্রা কমে গেছে সীমানার, আছেন লাইফ সাপোর্টে

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ মে ২০২৪, ২২:৫৬

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ অভিনেত্রী রিশতা লাবনী সীমানাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার (২৯ মে) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ভাই এজাজ বিন আলী।

এজাজ বিন আলী বলেন, বুধবার (২৯ মে) এখানে ভর্তি করিয়েছি। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়। এখন নিশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা খুব পজিটিভ কিছু বলছেন না। অবস্থা ভালো নয়, আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।

এ সময় সীমানার বাবা বলেন, আমরা ভালো নেই। আমার মেয়ে ভালো নেই। অর্থনৈতিকভাবেই আমাদের প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে ২০ মে মস্তিষ্কে রক্তক্ষরণের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় সীমানাকে। অস্ত্রোপচারের পর সেখানকার আইসিইউতে ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৯ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার অভিনীত প্রথম সিনেমা। গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাইফ সাপোর্টে স্বামী, দোয়া চাইলেন তনি
ভাঙা হয়েছে প্রাচীর, খুলে ফেলা হয়েছে অভিনয়শিল্পী সংঘের প্লটের সাইনবোর্ড
লাইফ সাপোর্টে শিল্পী মুস্তাফা মনোয়ার
লাইফ সাপোর্টে সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল