বিপুল ভোটে লকেটকে হারালেন রচনা

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ০৫ জুন ২০২৪ , ০৯:৫৪ এএম


বিপুল ভোটে লকেটকে হারালেন রচনা
ছবি : সংগৃহীত

ভোট গণনার মাধ্যমে গত ৪ জুন শেষ হলো ভারতের ১৮তম লোকসভার নির্বাচনী কার্যক্রম। নির্বাচনে প্রথমবার তৃণমূলপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি।  তার বিপরীতে হুগলি আসনে লড়েছেন বিজেপি প্রার্থী ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি। 

বিজ্ঞাপন

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন রচনা। বিপুল ভোটে বিজেপি প্রার্থী লকেটকে হারিয়েছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে ৫ লাখ ৭০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন রচনা। অন্যদিকে ৫১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে অভিনেত্রীর কাছে হেরে গেছেন বিজেপির লকেট। 

বিজ্ঞাপন

ভোটপ্রাপ্তির নিরিখে হুগলিতে দ্বিতীয় স্থানে রয়েছেন লকেট। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। 

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তারকাদের মধ্যে শুধু রচনা একা নন, তৃণমূল কংগ্রেসের একাধিক তারকারা কর্মীই এদিন জয়ী হয়েছেন। ইউসুফ পাঠান এদিন অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেন। হিরণকে হারিয়ে জয়ী হন দেব। 

অন্যদিকে যাদবপুরে শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষ। মেদিনীপুরেও অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন জুন মালিয়া।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission