• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

‘মহানায়ক সম্মান’ পেলেন রচনা-নচিকেতা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৫ জুলাই ২০২৪, ০৯:৩৫
ছবি: সংগৃহীত

মহানায়ক উত্তম কুমারের ৪৪তম প্রয়াণ দিবস ছিল বুধবার (২৪ জুলাই)। এদিন দক্ষিণ কলকাতার আলিপুরের ধনধান্যে প্রেক্ষাগৃহে আয়োজিত স্মরণসভায় তাকে গভীরভাবে স্মরণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। আর এ অনুষ্ঠানে ‘মহানায়ক সম্মান’ পেয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি ও সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

একই অনুষ্ঠানে তাদের পাশাপাশি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও বিশেষ সম্মান দেওয়া হয়।

এছাড়া অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিষ মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র পেয়েছেন বিশেষ চলচ্চিত্র সম্মান।

এসময় তাদের হাতে সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরে তিনি তার বক্তব্যে বলেন, আমরা এই রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১১ সালে চালু হয় এই সম্মান প্রদান অনুষ্ঠান। আমি যতদিন থাকব, ততদিন চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য এ সম্মান প্রদান অনুষ্ঠান চলবে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান আমাকে মা বলেই ডাকতো: ববিতা
সালমানকে কোনোদিনই ভোলা সম্ভব নয়: মৌসুমী
মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকী আজ
আজ কবি শহীদ কাদরীর প্রয়াণ দিবস