শচীন কর্তার ‘রঙ্গিলা’ নিয়ে এলেন পাভেল আরিন

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০৭ জুন ২০২৪ , ০৩:৫৭ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলা সঙ্গীতের মহাজনদের গানে ক্রমেই সমৃদ্ধ হচ্ছে সঙ্গীত পরিচালক পাভেল আরিনের ‘লিভিং রুম সেশান’। এবার সুর সম্রাট শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি নিয়ে এল সঙ্গীতের এই নতুন প্ল্যাটফর্ম। 

বিজ্ঞাপন

নতুন আয়োজনে বাংলার সঙ্গীতভাণ্ডার থেকে সংগ্রহ করা শ্রুতিমধুর কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের উপযোগি করে তুলে ধরার মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে তারা। তারই ধারাবাহিকতায় শচীন কর্তার ‘রঙ্গিলা’ গানটি তারা প্রকাশ করল নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পী মাশা ইসলামের কণ্ঠে। টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় গানটি প্রকাশিত হয়।

তবে যার মাধ্যমে নতুন আয়োজনে এলো গানটি তার পেছনের গল্পটা একেবারেই অন্যরকম। সঙ্গীত পরিচালক পাভেল আরিনের কানে গানটি বেজেছিল সেই শৈশবেই। খেয়া মাঝির কণ্ঠে গানটি প্রথম শোনেন তিনি। তারপর গানটি মনে গেঁথে যায় তার।

বিজ্ঞাপন

পাভেলের কথায়, লিভিং রুম সেশনের গানগুলো যখন বাছাই হচ্ছিল তখন শচীন দেব বর্মণের বেশ কিছু গান আমাদের তালিকায় ছিল। তন্মধ্যে ‘রঙ্গিলা’ গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে - ছোটবেলায় নানীবাড়ি যেতে খেয়া পার হতে হতো। তখন খেয়া মাঝির মুখে প্রথম এই গানটি শোনা। সেই থেকে গানটি কানে লেগে আছে। পরবর্তীতে জানতে পারি গানটি বাংলা গানের মহানায়ক শচীন দেব বর্মণের।

নতুন আয়োজনে গানটির নির্মাণ প্রসঙ্গে পাভেল আরও বলেন, প্রতিভাবান শিল্পী মাশা ইসলাম যত্ন সহকারে গানটি ধারণ করেছে। সঙ্গীতায়োজনে চেষ্টা করেছি গানের বাণী এবং গায়কিকে প্রাধান্য দেয়ার। আশা করি, গান প্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা গানটি ভালো লাগবে।

লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান ও গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশিত হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্ল্যাটফর্মে  প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমাকে।

বিজ্ঞাপন

গানগুলোর অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission