দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। এই নির্মাতা বর্তমানে নির্মাণ করছে ‘হাউ সুইট’ নামের ওয়েব ফিল্ম।
এদিকে, ‘হাউ সুইট’ নামের ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনায় অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি।
পোস্ট দিয়ে তিনি লিখেছেন, আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।
এরপর বলেন, সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন। এক ভক্ত লিখেছেন, দোয়া করি আপনারা পুরো টিম সুস্থতার সাথে আমাদেরকে একটি ভালো কাজ উপহার দিতে পারেন।
আরেকজন লিখেছেন , ফি আমানিল্লাহ দোয়া রইলো সবার জন্য।
ওয়েবফিল্মটিতে অপূর্ব-ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।
আরটিভি /এএ
মন্তব্য করুন