ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে শাহরুখ-অক্ষয়রা

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৯ জুন ২০২৪ , ১১:১২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় ইতিহাসে দ্বিতীয় নেতা হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিলেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন সরকারের একাধিক মন্ত্রীও শপথ নিচ্ছেন। এবার ৭২ সদস্যের মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন মোদি। 

বিজ্ঞাপন

শপথ গ্রহণ অনুষ্ঠানে একে একে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা।

বিজ্ঞাপন

শুধু রাজনীতিবিদই নয়, তারকারাও উপস্থিত হয়েছেন সেখানে। বলিউড কিং শাহরুখ খান, অক্ষয় কুমার, রজনীকান্ত, বিক্রান্ত মাসে, পরিচালক রাজকুমার হিরানিদের মতো তারকাদের মিলন মেলা বসেছে দেশটির রাষ্ট্রপতি ভবেন। সেখানে উপস্থিত হয়েছেন। 

এদিকে শপথগ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে আট হাজারের বেশি অতিথির জন্য ব্যবস্থা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |