• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নিজের বায়োপিকে শাহরুখকে চান সানিয়া মির্জা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ জুন ২০২৪, ২১:৩১
ছবি : সংগৃহীত

টেনিস কোর্ট থেকে ব্যক্তিগত জীবন, সবখানেই ভিন্ন ভিন্ন গল্প ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার। তাই তার বায়োপিক নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। সেই কৌতূহল থেকেই সম্প্রতি বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় তাকে। উত্তরে এই তারকা বলেন, সহশিল্পী হিসেবে বলিউড তারকা শাহরুখ খান বা অক্ষয় কুমারকে পেলে নিজেই অভিনয় করবেন নিজের বায়োপিকে।

কপিল শর্মার কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে এসে সানিয়া মির্জা বলেন, আমাদের দেশে প্রচুর ভালো অভিনেত্রী রয়েছেন। বায়োপিকে যে কেউ আমার চরিত্রে অভিনয় করতে পারেন। অবশ্য পরিচালক রাজি হলে আমি নিজেও অভিনয় করতে পারি।

তিনি আরও বলেন, শাহরুখ রাজি হলে বায়োপিকে আর কাউকে নেওয়া যাবে না। আমিই কাজটি করব। এটাই আমার কাজের শর্ত। এ ছাড়া দ্বিতীয় কারও কথা যদি বলতে বলা হয়, তাহলে অক্ষয় কুমার রাজি হলে সেক্ষেত্রেও আমি অভিনয় করব।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে সানিয়া মির্জার জীবনী ‘এইস এগেইনস্ট অডস’ বইয়ের মোড়ক উন্মোচন করেছিলেন শাহরুখ খান। তখন শাহরুখ বলেছিলেন, এই বই অবলম্বনে তিনি শুধু সিনেমাই বানাতে চান না, সেখানে অভিনয়ও করতে চান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ‘ওম শান্তি ওম’র প্রস্তাব ফিরিয়ে দেন বিবেক
শাহরুখের থাপ্পড় ইস্যুতে মুখ খুললেন হানি সিং
আল্লু অর্জুনের জামিন পেতে উঠে এলো শাহরুখ খানের নাম
বিয়ে বাড়িতে নাচতে যত টাকা নেন বলিউড তারকারা