হায়দার হোসেন মানেই যেন ব্যতিক্রমী কিছু। গানের কথা, সুর, গায়কী, সংগীত সবকিছুতেই ভিন্নতা। গানে গানে সমাজ, জীবন ও রাষ্ট্রের কথা বলা এই মানুষটি ভালো নেই। দোয়া চেয়েছেন সবার কাছে।
সম্প্রতি হৃদযন্ত্রের জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে। পরে সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই সংগীতশিল্পী।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি এখন মেয়ের বাসায় আছি। সুস্থ আছি। সবার কাছে দোয়া চাই।
হায়দার হোসেন আরও বলেন, কয়েক বছর ধরেই হৃদযন্ত্রের জটিলতায় ভুগছি। এবার একটি রিং (করোনারি স্টেন্ট) পরানো হয়েছে। এর আগে আরও চারটি রিং পরানো হয়েছিল।
আগের মতো এখন আর গানে পওয়া যায় না হায়দার হোসেনকে। তবে তার গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’,‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’, ‘শাড়ি’ কিংবা ‘আমি ফাইসা’ গেছি’ গানগুলো এখনও মানুষের মুখে মুখে ঘুরে ফেরে। বলে বাস্তবতার কথা।