ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

আমার সব চশমা জোড়াতালি দেওয়া: পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ৩০ জুন ২০২৪ , ০৩:৪৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে-মধ্যেই নিজের পাশাপাশি ছেলের ভিডিও কিংবা ছবিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সব চশমা জোড়াতালি দেওয়া এখন!’

বিজ্ঞাপন

৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পূণ্য মায়ের একটি চশমা নিয়ে খেলছে। কিন্তু সেটি ভাঙা। আর সেই ভাঙা অংশটুকু জোড়া দেওয়ার চেষ্টা করছে সে। পরে সেই ভাঙা চশমাটির দিকে ক্যামেরা ধরে পরী দেখালেন তার ছেলের কাণ্ড। 

এ সময় অভিনেত্রীকে ভিডিওতে দেখা না গেলেও তার কণ্ঠস্বর শোনা গেছে। 

বিজ্ঞাপন

ছেলে পূণ্যকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, কত নম্বর চশমা এটা? তুমি মনে রাইখো, আমি এগুলো রেখে দেবো। তুমি বড় হও খালি, দাঁড়াও...। 

ভক্ত-অনুরাগীরা পরীর এই ভিডিওটি লুফে নিয়েছেন। মন্তব্য করেছেন বিভিন্ন ধরনের।

ফাহিমা চৌধুরী নামে একজন লিখেছেন, মাশাআল্লাহ্ বাবাটা।

বিজ্ঞাপন

এস এইচ তানভীর লিখেছেন, লক্ষ্মী সোনাটা।

বিজ্ঞাপন

তাহমিনা আক্তার লিখেছেন, এত কিউট বাচ্চাটা। মাশাআল্লাহ্।

সাইদুল ইসলাম নামের আরেকজন ভক্ত লিখেছেন, দোয়া ও ভালোবাসা।

প্রসঙ্গত, পরীমণি সম্প্রতি ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে এই চিত্রনায়িকাকে সুপ্তি নামের একটি চরিত্রে দেখা যাবে। এছাড়া তিনি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |