ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ফের বুবলীকে নিয়ে অপুর বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ , ০৫:০৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নায়ক শাকিব খানকে ঘিরে নায়িকা অপু বিশ্বাস ও বুবলীর কোন্দল লম্বা সময় ধরে চলছে, যা শুরু থেকেই নেটিজেনরা দেখে আসছে। এবার ঈদ মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবি ‘রিভেঞ্জে’র প্রচারণায় অংশ না নেওয়ার কারণ হিসেবে বুবলী নাম নিয়েছিলেন শাকিবের। তার দাবি সেই নির্মাতা তার স্বামীকে (শাকিব খান) নিয়ে অপমানজনিত মন্তব্য করেছে। এ নিয়ে বুবলী শাকিবকে স্বামী সম্বোধন করে বলেছিলেন, তাকে (শাকিব) নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব।

বিজ্ঞাপন

তাই নিয়ে শাকিবের প্রাক্তন স্ত্রী অপুর কী কটাক্ষ! সে খবরের স্ক্রিনশট শেয়ার দিয়ে ভার্চুয়াল হাসির বন্যা বইয়ে দিয়েছিলেন। এবার একই বিষয় নিয়ে ফের মুখ খুললেন। তার মতে বুবলী শাকিবকে নিয়ে যে পরিকল্পনা করছেন সেটি শক্তিশালী না। অপুর ভাষায়, বুবলীর গেম প্ল্যান দুর্বল।

বিজ্ঞাপন

অপু বলেন, নিজে ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেম প্ল্যান। ছবি থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন।

তিনি আরও বলেন, উনি শাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন? যখন ‘প্রিয়তমা’র প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশো শাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার (বুবলী) মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা। সেসময় কীভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি?

তবে অপুর এ মন্তব্যের জবাবে এখনও মুখ খোলেননি বুবলী। তবে নেটিজেনদের ধারণা শিগগিরই মুখ খুলবেন তিনি। কেননা তাদের একজন ইট মারলে তো আরেকজন পাটকেল ছুড়ে মারেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |