নতুন পরিচয়ে কুসুম শিকদার
একসময় নাটক ও চলচ্চিত্রে ছিল সরব উপস্থিতি। এরপরই হঠাৎ ছন্দপতন। নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন কুসুম শিকদার। নতুন খবর হলো, এবার নতুন পরিচয়ে ফিরছেন এই তারকা। ‘শরতের জবা’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। সম্প্রতি মিলেছে সেন্সর ছাড়পত্রও। সব ঠিক থাকলে শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।
এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, আমি প্রথমবার পরিচালক হিসেবে সিনেমার কাজ শেষ করেছি। এটা বিশাল এক জার্নি। এই জার্নিতে আমার পরিবার সব সময় আমাকে সহযোগিতা করেছে। সবার সহযোগিতা না পেলে কাজটা করাই কঠিন হয়ে যেত।
তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরে সিনেমাটি রিলিজ করতে চাই। সে কারণে প্রতিনিয়তই এটি নিয়ে কাজ করছি।
নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন কুসুম শিকদার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, জিতু আহসান, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ।
প্রসঙ্গত, অভিনেত্রী হিসেবে কুসুম শিকদার চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ২০১০ সালে। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘গহীনে শব্দ’। ২০১৫ সালে এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায়। সিনেমাটিতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান।
মন্তব্য করুন