• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কোটা আন্দোলন

ফেসবুকে পোস্ট করে বিপত্তিতে নিপুণ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৭ জুলাই ২০২৪, ১৭:০৭
নিপুণ আক্তার
নিপুণ আক্তার

কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলনে উত্তাল দেশ। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে নিন্দার ঝড় বইছে নেটদুনিয়ায়।

এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। অন্যান্যদের মতো শিক্ষার্থীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন চিত্রনায়িকা নিপুণ আক্তারও।

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে একটি বিবৃতি শেয়ার করেছেন নিপুণ। আর এতেই বিপত্তিতে পড়েন এই নায়িকা।

বিবৃতিতে নিপুণ বলেছেন, ‘বাঙালির সবচেয়ে গৌরবময় অধ্যায় ১৯৭১ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা তাদের সর্বস্ব বাজি রেখে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছেন।

চিত্রনায়িকা নিপুণ আক্তারের ফেসবুক থেকে নেওয়া

মুক্তিযোদ্ধাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু বাঙালি তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যাবে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের কিংবা রাষ্ট্র কারও কোনো বিভেদ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যেকোনো যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখতে হবে… তুমি কে?, আমি কে?, বাঙালি, বাঙালি… এই শ্লোগান বাঙালি জাতির সবচেয়ে গর্বের শ্লোগান। জয় বাংলা।’

এদিকে শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে বিবৃতি দেওয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন নিপুণ। বর্তমানে সংগঠনটির কোনো পদ ও পদবিতে নেই তিনি।

তাহলে কীভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করলেন নিপুণ? এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রীতিমতো চিত্রনায়িকার কমেন্ট বক্সে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। যদিও এসব মন্তব্যে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি এই নায়িকা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নায়িকা নিপুণ আক্তার পুলিশ হেফাজতে
পোষ্য কোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে জাবিতে মানববন্ধন
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন
ছাত্রলীগ নেতাকর্মীসহ ৩৯১ জনের নামে মামলা