কোটা আন্দোলন

কোটা আন্দোলন নিয়ে আবেগঘন স্ট্যাটাস স্বস্তিকার

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ , ০১:৫৬ পিএম


স্বস্তিকা মুখার্জি
স্বস্তিকা মুখার্জি

কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। যেকোনো মূল্যেই কোটা সংস্কার চান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান তারা। আন্দোলনের রেশ ধরে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এতে শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন, নিহত হয়েছেন ছয়জন। এই ঘটনায় নিন্দা সাধারণ জনগণের পাশাপাশি জানিয়েছেন শোবিজ তারকারাও।    

বিজ্ঞাপন

দেশীয় তারকারা ছাড়াও কোটা আন্দোলন নিয়ে এবার সরব হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বুধবার (১৭ জুলাই) মধ্য রাতে বিষয়টি নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।  

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তার একটি স্কেচ নিজের ফেসবুকে পোস্ট করেন স্বস্তিকা। ছবিটিতে লেখা রয়েছে— ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।’

বিজ্ঞাপন

পাঠকদের জন্য স্বস্তিকার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।

এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম। খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরনীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মা-ও খুব যেতে চাইতেন বাংলাদেশে, নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। 

বিজ্ঞাপন

স্বস্তিকা মুখার্জির ফেসবুক থেকে নেওয়া

বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন একরকম। একরকম আকাশের মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ।

ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়,

দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ।

তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া?

নিচু হয়ে বসে হাতে তুলে নিই, তোমার ছিন্ন শির, তিমির।

এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, ওমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব। আজ, অস্থির লাগছে। 

আমিও তো সন্তানের জননী। আশা করব, বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই আমাদের আলো। আলো হোক, ভালো হোক সকলের।’

স্বস্তিকার মতামতকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই। বাংলাদেশের একজন লিখেছেন, ‘আপনার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি ও কৃতজ্ঞতা।’ আরেক নেটিজেন লেখেন, ‘ধন্যবাদ দিদি। প্রার্থনায় রেখো আমাদের সন্তানদের। একদিন নিশ্চয়ই সব শান্ত হবে, বারুদের গন্ধ থেমে যাবে। অন্যদিকে কলকাতার এক ভক্ত লেখেন, ‘ঠিক এজন্যই আপনি আর পাঁচজনের থেকে আলাদা, ধন্যবাদ।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission