• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

ডিভোর্স নিয়ে যা বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৪ জুলাই ২০২৪, ১৪:০২
ছবি: সংগৃহীত

ডিভোর্স হলে সাধারণত স্বামী-স্ত্রী একে-অপরকে দোষারোপ করেন। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম বলিউড অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। তিনি কোনো প্রকার অভিযোগের আঙুল না তুলে বরাবরই বলেছেন, আমির তার খুব ভালো বন্ধু। তবে সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন ভিন্ন কথা।

কিরণ রাও বলেছেন, আমার কাছে এই ডিভোর্স খুবই খুশির। আমি মনে করি, যত সময় এগিয়ে যায়, সম্পর্কগুলো বদলে যেতে থাকে। কারণ, আমরা মানুষ হিসেবে অল্প অল্প করে বদলাতে থাকি। সেই বদলে যাওয়ার প্রভাবও পড়ে আমাদের সম্পর্কের উপর।

তিনি আরও বলেন, আসলে আমার আর আমিরের পছন্দের মধ্যে অনেক তফাৎ রয়েছে। যতদিন গিয়েছে, সেটা বুঝতে পেরেছি। তবে আমাদের বন্ধুত্ব অটুট। সেটায় কখনও কোনও ছেদ পড়বে না। তাই বিবাহবিচ্ছেদ হলেও, বন্ধুত্বে বিচ্ছেদ নেই।

প্রসঙ্গত, ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। পরে ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজেকে ‘চরমপন্থী’ উল্লেখ করে যা বললেন আমির খান
এক সিনেমায় তিন খান!
মানসিক রোগে ভুগছেন আমির
তৃতীয় বিয়ের জল্পনায় আমির খান