• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

‘মহানায়ক সম্মান’ নিয়ে সমালোচনা, যা বললেন নচিকেতা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ জুলাই ২০২৪, ২০:১৭
ছবি: সংগৃহীত

মহানায়ক উত্তম কুমারের ৪৪তম প্রয়াণ দিবস ছিল বুধবার (২৪ জুলাই)। এদিন দক্ষিণ কলকাতার আলিপুরের ধনধান্যে প্রেক্ষাগৃহে আয়োজিত স্মরণসভায় তাকে গভীরভাবে স্মরণ করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। আর এ অনুষ্ঠানে ‘মহানায়ক সম্মান’ পান অভিনেত্রী রচনা ব্যানার্জি ও সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তাদের হাতে এ সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু নচিকেতার হাতে ‘মহানায়ক সম্মান’ দেখে অনেকেই যেন তেলে-বেগুনে জ্বলে ওঠেন। শুরু করেন সমালোচনা। বলেন সংগীতশিল্পী হয়ে তিনি কীভাবে এই সম্মাননা পেলেন?

জবাবে জীবনমুখী গানের এই শিল্পী ফেসবুকে লিখেছেন, মহানায়ক সম্মান কেবল অভিনয়ের পুরস্কার নয়। মহানায়ক মানে অভিনেতা মহানায়ক নন। মহানায়কের সম্মানে আমায় এই পুরস্কার দেওয়া হয়েছে আমার গোটা জীবনের কাজের জন্য। এটা আমার কাছে বড় প্রাপ্তি। কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, তাকে কি বিজ্ঞানী হতে হবে? কিছু অশিক্ষিত মানুষ অনেক রকম কথা বলছেন। তাদের বুঝতে হবে, আমিও ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। অন্তত ১২টা ছবিতে মিউজিক করেছি। তাহলে আমি কি সেই পুরস্কারটা পেতে পারি না? মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য আমাকে অভিনেতা হতে হবে, এটা কোথায় লেখা আছে?

তিনি আরও লিখেছেন, ধরে নিন না, আমায় দিয়েই শুরু হলো মহানায়ক সম্মান অভিনয়ের বাইরের শিল্পীদের দেওয়া। এরপরে অন্য সংগীতশিল্পীরা পাবেন, পরিচালকেরা পাবেন। আর অভিনয়ের বাইরেই বা বলি কী করে? গানে অভিনয় নেই? আমার ভালো লাগছে, এটা একটা ট্রেন্ড তৈরি হলো। আমি নিজেই একজন ট্রেন্ডসেটার। আমায় দিয়েই তো ট্রেন্ড তৈরি হয়। অন্য কেউ মহানায়ক সম্মান পেলে এত লেখালেখি হতো বলে মনে হয় না। কতগুলো অশিক্ষিত লোক বলাবলি করছে, নচিকেতা মহানায়ক পুরস্কার কেন পেল? ও তো অভিনয়ই করে না। আসলে আমার জনপ্রিয়তা এখনও ৩১ বছর আগের মতোই রয়েছে। আমায় নিয়ে লিখলে ওদের টিআরপি বাড়ে।

প্রসঙ্গত, শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশে কনসার্ট করার কথা ছিল নচিকেতার। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে সেটি বাতিল করে আয়োজক প্রতিষ্ঠান। সব ঠিক থাকলে আগামী ৬ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে: প্রেস সচিব
মাহফিল থেকে সমালোচনাকারীদের যে বার্তা দিলেন আজহারী
বিয়ে নিয়ে সমালোচনা ও নতুন স্ত্রীকে নিয়ে যা বললেন তাহসান
ভারতীয় ব্যাটারদের কড়া সমালোচনা করলেন গাঙ্গুলি