কোটা আন্দোলন নিয়ে যা বললেন জয়া আহসান

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ , ০৯:৪৩ এএম


কোটা আন্দোলন নিয়ে যা বললেন জয়া আহসান
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে তারা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে শিল্পীরা এ বিক্ষোভ-সমাবেশ করেন। 

এবার চলমান এই আন্দোলন নিয়ে কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বিজ্ঞাপন

ফেসবুকে তিনি লিখেছেন, নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা। অবিশ্বাস-অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা!

জয়া আরও লিখেছেন, দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কি লিখবো? কি বলবো? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ব আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলবো আমরা? কেমন করে? 

বিজ্ঞাপন

এই অভিনেত্রী লিখেছেন, প্রাণগুলো চলে গেছে, বিষণ্নতা রেখে গেছে। এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম! হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা-ক্রোধ ধুয়ে মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা-মৃত্যু-হানাহানি অতিক্রম করে একে-অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি। দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। 

সবশেষে জয়া লিখেছেন, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission