ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তিশার আহ্বান

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ০৭ আগস্ট ২০২৪ , ০২:১৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি শুরু থেকেই সরব ছিলেন তারকারা। তবে আন্দোলনে বিজয়ের পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় গভীর চিন্তার রেখা তাদের কপালে।

বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে লিখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।

বিজ্ঞাপন

ভক্ত-অনুরাগীরা তিশার এই পোস্টে বিভিন্ন মন্তব্য করেছেন।

ইশরাত জাহান লামিয়া নামে একজন লিখেছেন, ঠিক বলেছেন আপু।

তৌহিদুল ইসলাম লিখেছেন, এটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

বিজ্ঞাপন

জামাল খান লিখেছেন, ইনশাআল্লাহ। দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে।

হাবিব রহমান নামে আরেকজন লিখেছেন, এই মুহূর্তে এটাই প্রাণের দাবি।

প্রসঙ্গত, টিভি নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিশা। তবে গান দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। শিশুশিল্পী হিসেবে ১৯৯৫ সালে নতুনকুঁড়ি জাতীয় পুরস্কারে প্রথম স্থান লাভ করেছিলেন তিনি। এরপর খুব অল্পসময়ের মধ্যেই সব শ্রেণির দর্শকদের কাছে হয়ে ওঠেন জনপ্রিয়।

সেই থেকে বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন তিশা। পাশাপাশি কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও। সবশেষ স্বামী মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-তে দেখা গেছে তাকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |