• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বন্যার্তদের পাশে জোভান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ আগস্ট ২০২৪, ১১:১৫
ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যার কবলে দেশের ১১টি জেলা। বন্যায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৫ লাখেরও বেশি মানুষ। এ অবস্থায় যে যেভাবে পারছেন ভালোবাসার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন।

এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ব্যক্তিগত উদ্যোগে তিনি ফেনী ও নোয়াখালী জেলায় ত্রাণ বিতরণ করছেন। পাশাপাশি নিয়েছেন বন্যার্ত ৪০০ পরিবারের দুই দিনের খাবারের দায়িত্বও।

এ প্রসঙ্গে ফারহান আহমেদ জোভান গণমাধ্যমকে বলেন, আমি নিজে দুর্গত এলাকায় যাওয়ার ইচ্ছে পোষণ করেছিলাম। কিন্তু দেখলাম সবাই সেখানে ছুটে যাওয়ার চেয়ে তাদের সহযোগিতা এবং ত্রাণটাই এই মুহূর্তে বেশি প্রয়োজন। ইতোমধ্যে আমার একটা টিম ফেনীতে অবস্থান করছে। তাদেরকে আমি প্রয়োজনীয় সব টাকা এবং জিনিসপত্র দিয়ে পাঠিয়েছি। তারা সেগুলো বন্যার্তদের হাতে তুলে দিচ্ছেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগ হলেও এখানে আমি ছাড়াও আমার মা, স্ত্রী ও শাশুড়ি টাকা দিয়েছেন। আমাদের আরেকটা টিম গেছে নোয়াখালীতে। সেখানে ৪০০ পরিবারে প্রতিদিন দুই বেলা করে দুই দিন খাবার দেওয়া হবে।

এই অভিনেতা বলেন, আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুন প্লিজ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
বাতিল হলো বন্যার ‘সুরের ধারা’র জমির লিজ
বন্যাত্তোর কৃষক-শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে ইটভাটা রক্ষার দাবি 
বিক্ষোভের মুখে শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধ, মুখ খুললেন বন্যা মির্জা