• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

আজমির শরিফে প্রার্থনা করে বিচার চাইলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্প্রতি আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উত্তাল পশ্চিমবঙ্গ। প্রতিবাদে রাস্তায় নেমেছে সব শ্রেণি-পেশার মানুষ। প্রতিবাদ জানাচ্ছেন শোবিজের অনেক তারকাও। এই দলে আছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার বিচার চাইলেন আজমির শরিফে গিয়ে। সামাজিকমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।

শ্রাবন্তী সোশ্যাল হ্যান্ডেলে ছবি দিয়েছেন। সেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। মাথায় ওড়না দিয়ে কখনও প্রার্থনা করে সুতো বাঁধছেন শ্রাবন্তী আবার কখনওবা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে। এ সময় বেশ কিছু সেলফিতেও দেখা গেছে তাদের। সেসব ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেন, ‘শান্তি ফিরুক। ন্যায় বিচারের জন্য প্রার্থনা করলাম।’

প্রসঙ্গত, মাসখানেক হয়ে গেল আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক হত্যার। তারপর থেকেই চলছে প্রতিবাদ। শুরু থেকেই বিক্ষুব্ধদের দলে সক্রিয় শ্রাবন্তী-তনুশ্রী। সোমবার (৯ সেপ্টেম্বর) শীর্ষ আদালতে যখন মামলার শুনানি চলছে, তখন দরগায় ন্যায়বিচারের প্রার্থনা নিয়ে পৌঁছে গেলেন তারা।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার 
চাঁদপুরে ৪ বছর পর আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা
উসকানিদাতা কবি-সাংবাদিকরাও বিচারের আওতায় আসবেন: নাহিদ
শ্রীপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার