• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

যে কারণে এতদিন কাজে ফিরতে পারেননি সাবিলা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪
সাবিলা নূর
সাবিলা নূর

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। হাসিতেই যেন মুক্তা ঝড়ে তার। অভিনয়েও কম যান না তিনি। ইতোমধ্যে বেশ কিছু নাটকে কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

তবে অনেকদিন হলো পর্দায় দেথা নেই সাবিলার। সর্বশেষ ঈদুল আজহার নাটকে দেখা গেছে তাকে। এরপর কেটে গেছে প্রায় তিন মাস। অবশেষে বিরতি কাটিয়ে ফিরলেন তিনি। পাশাপাশি এতদিন কাজে ফিরতে না পারার কারণও জানালেন এই অভিনেত্রী।

সাবিলা নূর

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সাবিলা জানান, আরও আগেই কাজে ফেরার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজে ফিরতে পারছিলেন না তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। তা ছাড়া ঈদের পর একটু বিরতি নিয়েছিলাম। কিন্তু যখন কাজে ফিরব, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। ছাত্রদেরকে সংহতি জানিয়ে আমিও তাদের পাশে ছিলাম।’

সাবিলা নূর

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে দেশ স্বাধীন ও বিগত সরকারের পতন হওয়ার পর পরই আবার দেশের বিভিন্ন জেলায় বন্যা হয়। বন্যার্ত মানুষের জন্যও কাজ করেছি। মূলত এসব কারণে এতদিন কাজে ফিরতে পারিনি।’

কাজের প্রসঙ্গে সাবিলা বলেন, ‘বিজ্ঞাপন চিত্রের শুটিং শেষ করে ওটিটি ও নাটকের কাজ শুরু করবো। এখন বেশ কয়েকটি ওটিটির চিত্রনাট্য হাতে আছে। একটি বড় বাজেটের ওয়েবের কাজ মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। সেটারই প্রস্তুতিই নিচ্ছি। কারণ, ওটিটির কাজে সময় দিতে হয়। পুরোপুরি প্রস্তুতি নিয়েই শুটিং যেতে হয়। ওটিটির কাজটির আগে মধ্যে একটি নাটকের কাজ হতে পারে।’

সাবিলা নূর

বড় পর্দায় অভিনয়ের ব্যাপারে অভিনেত্রী বলেন, ‘বড় পর্দায় একটি কাজ হওয়ার কথা। একজন বড় তারকার বিপরীতে সিনেমায় অভিষেক হতে পারে আমার। কাজটি প্রায় চূড়ান্তই হয়ে আছে। বেশ আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি। এ কারণে মধ্যে নাটকের কাজও কম তবে সিনেমাটির বিষয়ে বিস্তারিত এখনই বলছি না। এতটুকু বলি, সিনেমার কাজ সম্ভাব্য যে সময়ে শুরু হওয়ার কথা ছিল, একটু পিছিয়েছে।’

আরটিভি/এইচএস/এ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অশ্লীলতার অভিযোগ, নিষিদ্ধ হলো ১৮ ওটিটি প্ল্যাটফর্ম
বছরের আলোচিত ওটিটি কন্টেন্ট
এবার দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া
গ্রামীণ চরিত্রেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি: অর্চিতা স্পর্শিয়া