• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

বুলবুলের গান দিয়েই জাজের মিউজিক যাত্রা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৫
প্রয়াত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল

সংগীত জগতের বহু কালজয়ী গানের স্রষ্টা প্রয়াত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। ২০১৯ সালের ২২ জানুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। কিন্তু তার রেখে যাওয়া গান আজও দাগ কেটে আছে সবার হৃদয়ে।

এবার আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার গানের ইউটিউব চ্যানেল ‘জাজ মিউজিক’। গত ২৭ সেপ্টেম্বর মিউজিক চ্যানেলটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল আমাদের গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র। গানের মাধ্যমে সবার হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন তিনি। আমরা তাকে সম্মান জানিয়েই গানের চ্যানেলটি চালু করছি। এ গানটি নতুন একজন শিল্পীকে দিয়ে গাইয়েছিলেন বুলবুল ভাই। আমি জানি না, সেই গায়িকা কে? তবে যদি জানতে পারি অবশ্যই তার নামও গানে সংযুক্ত করব।

আব্দুল আজিজ বলেন, ‘আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একটা নতুন গান করার। চলচ্চিত্রে জাজ সব সময় নতুন মুখ উপহার দিয়েছে। বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদসহ অনেকেই এখন প্রতিষ্ঠিত। গানের ক্ষেত্রেও আমরা নতুনদের প্রাধান্য দিতে চাই।

জাজের কর্ণধার আরও বলেন, যারা নতুন, ভালো গান করেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নিজেদের খরচেই গান তৈরি করব। আশা করছি, চলচ্চিত্রের মতো গানেও আমরা বেশ কয়েকজন নতুন শিল্পীকে প্রতিষ্ঠিত করতে পারব।

জানা গেছে, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুর পর বেশ কয়েকটি অপ্রকাশিত গান প্রকাশ পেয়েছিল তার। এখনও অপ্রকাশিত রয়েছে আরও কিছু গান। সেই গানের তালিকায় থাকা ‘তুমি নদী প্রেমের নদী’একটি। আগামী ৩০ সেপ্টেম্বর আর এ গান দিয়ে যাত্রা শুরু হচ্ছে ‘জাজ মিউজিক’র ইউটিউব চ্যানেলটির।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজিজের দেওয়া ফ্ল্যাট ও গাড়ি নিয়ে মুখ খুললেন মাহি