অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ১২:২১ পিএম


অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
রিয়া চক্রবর্তী

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে সমালোচনার কোনো শেষ নেই। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি। এমনকি কারাগারেও যেতে হয়েছিল তাকে। এবার রিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

জানা গেছে, অভিনেত্রীর বিরুদ্ধে ৫০০ কোটি রুপি জালিয়াতির অভিযোগ উঠেছে। মূলত একটি অ্যাপ থেকেই এই সমস্যার সূত্রপাত। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্র অনুযায়ী, অর্থ বিনিয়োগসংক্রান্ত একটি অ্যাপের প্রচারণা করেছেন রিয়া। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি রুপি খুইয়েছেন বলে অভিযোগ উঠেছে। আর এ কারণেই অভিনেত্রীকে তলব করেছে দিল্লি পুলিশ।

বিজ্ঞাপন

শুধু রিয়াই নন, এই অ্যাপের প্রচারণা করে বিপত্তিতে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, ইনফ্লুয়েন্সার এলভিশ যাদবও। তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়ে ব্যবহারকারীরা অভিযোগ জানালে বিষয়টি নিয়ে তৎপর হয়েছে পুলিশ।

এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি রুপি খুইয়ে অসহায় হয়ে পড়েছেন ব্যবহারকারীরা। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাজারে এসেছিল এই অ্যাপ। যদিও এখন পর্যন্ত পুরো ঘটনা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি রিয়ার।

বিজ্ঞাপন

 

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission