ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

কণ্ঠশিল্পী আসিফকে নিয়ে যে মন্তব্য করলেন জয়

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ২১ অক্টোবর ২০২৪ , ০৩:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শোবিজের জনপ্রিয় দুই তারকা আসিফ আকবর ও শাহরিয়ার নাজিম জয়। একজন গানের জগতের মানুষ, অন্যজন অভিনয়ের। কাজের পাশাপাশি দুজনেই সরব থাকেন নেটদুনিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে-মধ্যেই অনেক তারকাকে নিয়ে কথা বলতে দেখা যায় জয়কে। এবার আসিফকে নিয়ে মন্তব্য করলেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন আসিফ আকবর। ফেসবুকে লেখালেখির পাশাপাশি রাজপথেও নেমেছিলেন তিনি। এমনকি নিজের ছেলেকে নিয়েও কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছিলেন এই গায়ক।

গেল ৩ আগস্ট গণ-আন্দোলনে লাখো জনতার মাঝে ছেলেকে সামনে এগিয়ে দিয়ে আসিফ বলেছিলেন, এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি- স্বৈরশাসকের পদত্যাগ চাই।

বিজ্ঞাপন

ওই দিনের সেই ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন জয়। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমি ভীতু, আসিফ ভাই সাহসী। এজন্যই চিরকাল আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য। আসিফ ভাই স্যালুট।’

ছাত্র-জনতার আন্দোলনে আসিফ সরব থাকলেও নীরব ভূমিকা পালন করেন এই অভিনেতা। সে কারণে ইতোমধ্যে ব্যাপক তোপের মুখে পড়েন জয়। হার স্বীকার করার পরও তাকে এতটুকু ছেড়ে কথা বলেননি নেটিজেনরা।

বিজ্ঞাপন

জয়ের পোস্টের মন্তব্যের ঘরে তাকে উপদেশও দিয়েছেন অনেকে। নেটিজেনদের ভাষ্য, বিগত সরকারের চাটুকারিতা না করলে, জয়ও সাহসী হতে পারতেন। তাই এসব বাদ দিয়ে অভিনেতাকে দেশ ও মানুষের কথা বলার আহ্বান জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে/এসএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |