ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নায়িকাদের দুবাই যাওয়া নিয়ে মুখ খুললেন তানহা তাসনিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ , ১১:০০ এএম


loading/img
তানহা তাসনিয়া

শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়া। নাটক-বিজ্ঞাপনে কাজের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। কাজের ফাঁকে একটু সময় পেলেই ঘুরতে পছন্দ করেন তানহা। দেশের বাইরে অভিনেত্রীর পছন্দের জায়গার তালিকায় রয়েছে দুবাই। 

বিজ্ঞাপন

এদিকে তারকাদের দুবাই যাওয়া নিয়ে রয়েছে নানান সমালোচনা। বিশেষ করে, নায়িকাদের দুবাই যাওয়া যেন একটু বাঁকা চোখে দেখেন সবাই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তানহা।

তানহা তাসনিয়া

বিজ্ঞাপন

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে নিজের কাজের পাশাপাশি এই বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। অভিনেত্রী বলেন, যারা নায়িকা না এবং যারা মিডিয়াতে কাজ করে না তারাও এখন দুবাই যাচ্ছেন। শুধু নায়িকারা গেলেই দোষটা বেশি হয়। সাংবাদিক থেকে শুরু করে নির্মাতা-প্রোযোজকরাও যাচ্ছেন। কিন্তু দোষ ঘুরেফিরে নায়িকাদের হয়। বিষয়টা অনেকটা এমন যে, নায়িকাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা হয়। 

তিনি আরও বলেন, দুবাই যাওয়া নিয়ে আসলে নানা ধরনের কথা হয়। আমি আমারটা বলি, বাকিদের বিষয়টা জানি না। এটার সিক্রেট হচ্ছে, দুবাইয়ের ভিসা পাওয়া সহজ। যে কাউকে খুব সহজেই ভিসা দিয়ে দেয় বলে সবাই দুবাইয়ে বেশি যায়। সেখানে এমন কিছু নাই যেটা অন্য কোনো দেশে পাওয়া যায় না।

তানহা তাসনিয়া

বিজ্ঞাপন

তানহা বলেন, দুবাই আমার খুব পছন্দের জায়গা। দেখা যায়, শুটিং করতে করতে অনেক সময় একঘেয়েমি মনে হয়, তখন চেষ্টা করি কোথাও থেকে একটু ঘুরে আসার। তাহলে আমার মনটা ভালো হয়ে যায়। এখন মানুষ বাজেভাবে এটা কেন প্রচার করে আমি জানি না।

কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, চলচ্চিত্র নিয়ে আপাতত কিছু বলতে পারছি না। তবে দুটি অনুদানের সিনেমায় কাজের প্রসঙ্গে আলোচনা হচ্ছে। সব ঠিক হলে জানাব ইনশাআল্লাহ। আর নাটকে প্রতিনিয়তই দেখছেন। সামনে আরও ভালো ভালো নাটকে কাজ করতে চাই।  

আরটিভি/এইচএসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |