তাপসের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী ঐশী
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে সোমবার (৪ নভেম্বর) উত্তরা পূর্ব থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী ৬ নভেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
কৌশিক হোসেন তাপসের গ্রেপ্তারের খবরে সরগরম সামাজিকমাধ্যম। নেটিজেনদের অধিকাংশই উচ্ছ্বসিত। তবে বিষয়টি মানতে পারছেন না সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ব্যক্ত করলেন নিজের প্রতিক্রিয়া।
সোমবার (৪ নভেম্বর) নিজের ফেসবুকে ঐশী লিখেন, ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম আবার নিরপরাধে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর। এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। নিজে একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রিকে স্বপ্ন দেখতে শিখিয়েছেনও। সম্পূর্ণ নিজ উদ্যোগে সংগীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই ওনার ভুল ছিল। উনি তো রাজনৈতিক কেউ ছিলেন না।
এরপর গায়িকা লিখেন, ভাই, আপনারা সুযোগ পাইলে তালি দিয়ে না, নাইচা নাইচা গান শুনাইতেন। হাহা! সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে আকাম কুকাম করতে অনেককেই দেখলাম। সেই আকাম করা মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি।
এরপর লিখেন, সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কী! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! নাহলে বৈষম্যই তো হইলো। লাভটা কী হইলো তাহলে?
আরটিভি/এএ-টি
মন্তব্য করুন