• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

মারা গেছেন কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৫ নভেম্বর ২০২৪, ১৮:৫৬
সংগৃহীত
ছবি: সংগৃহীত

মারা গেছেন কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ। শুক্রবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। আশীষ খাঁর অফিশিয়াল ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

সেখানে জানানো হয়, অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে শ্রদ্ধেয় এবং প্রিয় আশীষ খাঁ শুক্রবার আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের জীবনে তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি এবং তিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।

ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদবাদক। তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি এবং ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে। ‘গোল্ডেন স্ট্রিংস অফ দ্য সরোদ’-এর জন্য ‘বিশ্বসেরা সংগীত’ বিভাগে ২০০৬ সালে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হন তিনি।

একজন অভিনয়শিল্পী, সুরকার এবং পরিচালক হওয়ার পাশাপাশি, তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ আর্টস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন সহযোগী অধ্যাপক ছিলেন।

উস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি হিসেবে তিনি রবিশঙ্কর এবং দ্য বিটলসের মতো সংগীতজ্ঞদের সাথে সংগীতচর্চা করেছেন। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বাইরে, তিনি এবং তার ভাই প্রাণেশ খাঁ রূপা বিশ্বাসের গাওয়া ডিস্কো জ্যাজ (১৯৮২) অ্যালবামের জন্য ডিস্কো সংগীতও রচনা করেছিলেন। রবি শঙ্করের অধীনে তিনি অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের অপুর সংসার, পরশ পাথর, জলসাঘর, এবং রিচার্ড অ্যাটেনবারোর চলচ্চিত্র ‘গান্ধী’সহ চলচ্চিত্র এবং মঞ্চ উভয়ের জন্য সংগীতের পরিবেশনার নেপথ্যে শিল্পী হিসেবে কাজ করেছেন।

তিনি জন হিউস্টনের চলচ্চিত্র ‘দ্য ম্যান হু উড বি কিং’, ডেভিড লিনের ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’তে মরিস জারের সাথে নেপথ্যশিল্পী হিসেবেও কাজ করেছেন।

আরটিভি /এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকির হোসেনকে নিয়ে এ আর রহমানের আবেগঘন পোস্ট
ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে শোকে স্তব্ধ তারকাঙ্গন
রিসোর্ট ব্যবসায় ওস্তাদ জাহাঙ্গীর আলম
হকি অঙ্গনের ‘ফজলু ওস্তাদ’ আর নেই