• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

‘যাকে নিয়ে লিখছি তার মৃত্যুটা আমাকে লিখতে গিয়েও কাঁদাচ্ছে’

আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১৭:৪০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘জাগো’, ‘মিস্টার বাংলাদেশ’ কিংবা ‘ওরা ৭ জন’র মতো প্রশংসিত সিনেমা নির্মাতা খিজির হায়াত খান। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনাকে উচ্ছেদ করতে সক্রিয় ছিলেন তিনি। নবগঠিত ১৫ সদস্যবিশিষ্ট চলচ্চিত্র সেন্সর বোর্ডে তিনি জায়গা পেয়েছেন।

খিজির হায়াত খানকে বরাবরই নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনও নিজের মতামত প্রকাশ করেন, কখনও বা সমাজের মানুষের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন। সরকার পতনের পরেও নানা ইস্যু নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন তিনি।

নানা দায়িত্ব পালনের পাশাপাশি এবার ফের নতুন সিনেমার কাজ হাতে নিলেন এই নির্মাতা। যার চিত্রনাট্য লিখছেন খিজির হায়াত নিজেই। শনিবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, সত্য ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে চিত্রনাট্য লিখা অনেক কষ্টকর একটা কাজ। সেই ঘটনা যদি কারও মর্মান্তিক মৃত্যু নিয়ে হয় তখন কষ্টের মাত্রাটা আরও বেশি হয়। জানিনা কতটুকু জাস্টিস করতে পারবো কিন্তু যাকে নিয়ে লিখছি তার মৃত্যুটা আমাকে লিখতে গিয়েও কাঁদাচ্ছে।

নতুন কাজ নিয়ে জানতে খিজির হায়াতের সঙ্গে আরটিভির কথা হলে তিনি বলেন, আসলে কাজটি একদম প্রথমিক পর্যায় আছে। এখনো চিত্রনাট্য লিখার কাজ শেষ হয়নি। তাই আমি চাচ্ছিনা বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে। তবে এতটুকু বলতে বলবো নতুন এই কাজটি দেশের একটি মর্মান্তিক হত্যাকাণ্ডকে নিয়ে।

এদিকে ২০২৩ সালেই খিজির ঘোষণা দিয়েছেন পলিটিক্যাল ভায়োলেন্স নিয়ে ‘সাম্রাজ্য’ নির্মাণের। যার ট্যাগলাইন ছিলো, ‘রক্তের খেলায় ক্ষমতা বদলায়’। নির্মাতা গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) ছবিটির একটি রক্তাক্ত পোস্টার প্রকাশ করে বলেছিলেন, ২০২৪ সাল হবে সহিংস, কারণ রাজনীতি নতুনভাবে সংজ্ঞায়িত হবে। সবাই নিরাপদে থাকুন এবং শুভ নববর্ষ।

‘সাম্রাজ্য’ নিয়ে জানতে চাইলে জাগো খ্যাত এই নির্মাতা বলেন, আসলে এখন ‘সাম্রাজ্য’ নিয়ে কম ভাবছি। নতুন চিত্রনাট্যটি যদি ঠিকঠাক ভাবে দাঁড় করাতে পারি তাহলে ‘সাম্রাজ্য’র আগেই নতুন সিনেমার কাজ ধরবো।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করেছেন খিজির হায়াত
নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে এতো বিভেদ কেন: খিজির হায়াত
‘নেতা পরে হইয়েন, আপাতত দেশকে সোজা হয়ে দাঁড়াতে দিন’
এবার অনলাইনে দেখা যাবে ‘ওরা ৭ জন’