• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

চকলেট ভেবে বন্দুকের গুলি খেয়ে ফেললেন গায়িকার ছেলে, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ নভেম্বর ২০২৪, ১৬:৪২

কলকাতার গায়িকা জোজো মুখার্জি। সম্প্রতি তার জীবনে ঘটে গেল ভয়াবহ ঘটনা। বড় বিপদের হাত থেকে রক্ষা পেল সংগীতশিল্পী জোজোর ছেলে অদীপ্ত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনভর শুটিং সেরে বাড়ি ফিরেই হাসপাতালে নিয়ে যেতে হয় অদীপ্তকে। খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল তার ছেলে। চিকিৎসকদের তৎপরতায় বের করা হয়েছে বুলেটটি। ছেলের বর্তমান কেমন আছে এ নিয়ে কথা বলেছেন জোজো।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট জোজো বলেন, খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল ছেলে। ও ভেবেছে হয়তো জেমস। চিবিয়ে খেয়েছে বুলেটটা। তার পরেই ডিনার করে, হজম করতেও অসুবিধা হয়েছে। আমি যখন বাড়ি ফিরেছি, তখন ও ঘুমাচ্ছিল। এরপরই প্রচণ্ড কান্নাকাটি। খালি আমার আঙুলটা নিয়ে ওর মুখের ভিতর দিচ্ছিল। বোঝা যাচ্ছিল ওর কষ্ট হচ্ছে ভিতরে। অনেক চেষ্টা করেও সমাধান না মেলায়, রাত বারোটায় হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়।

জোজো বলেন, কয়েক দিন ধরেই একটু সর্দি-কাশি হচ্ছিল। তাই মনে হয়েছিল হয়তো টনসিল ফুলেছে। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই অনেকবার বমি করে অদীপ্ত। তখনই দেখলাম বুলেটের টুকরো বেরিয়েছে। তারপর ওকে যে দেখাশোনা করে সে বলছে ভাত খাওয়ার অনেক আগে একবার দেখেছিল ও বসে কিছু একটা চিবাচ্ছে। কিন্তু ও যে গিলে ফেলেছে, সেটা তো আর জানা সম্ভব নয়।

হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জোজো। ছেলের বর্তমান অবস্থা প্রসঙ্গে জোজো বলেন, মুখটা শুকিয়ে গিয়েছে একদম। অনেকবার বমি করেছে তো। মুশকিল হলো ও তো কষ্টটা বলে বোঝাতেও পারছিল না। সময়মতো হাসপাতালে না নিলে, কী হতো সেটা ভাবতেই পারছি না।

আগামী মাসেই চার পেরিয়ে পাঁচ-এ পা দেবে অদীপ্ত। ছেলেকে সবসময়ই আগলে রাখেন জোজো।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা 
বাবা-ছেলেসহ একদিনেই সড়কে ঝরল ২০ প্রাণ
ছেলের দায়ের কোপে মা নিহত
টাঙ্গাইলে বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৪ জনের