নতুন পরিচয়ে মৌসুমী
ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এবার নতুন পরিচয়ে নাম লেখালেন মৌসুমী।
পার্লার ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মৌসুমী। সেখানে বসেই দেশে বিউটি পার্লার খুলেছেন এই চিত্রনায়িকা।
গুলশান ১-এর ৮ নম্বর রোডে ‘রুশ মেকওভার’ নামে একটি পার্লার দিয়েছেন মৌসুমী। তার অবর্তমানে পুত্রবধূ আয়েশা ও মেয়ে ফাইজা দেখভাল করেন পার্লারটি।
এ প্রসঙ্গে মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী বলেন, আমরা কোনো ঘোষণা দিয়ে পার্লারটি চালু করিনি। গত মাসে চালুর পর থেকেই বেশ ভালো চলছে পার্লারটি। নারীদের বিশ্বস্ততা অর্জন করেছে। আগামী দিনে আরও কয়েকটি শাখা করার ইচ্ছা রয়েছে মৌসুমীর।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। প্রথম চলচ্চিত্রেই সবার নজর কাড়েন তিনি। ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন এই নায়িকা। তাদের সংসারে ফারদিন ও ফাইজা নামে দুই ছেলে-মেয়ে রয়েছে।
আরটিভি/এইচএসকে-টি
মন্তব্য করুন