ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

যে কারণে হুমায়ূনপুত্র নুহাশের সিনেমার বরাদ্দ বাতিল করলো মন্ত্রণালয়

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ০৬:৫১ পিএম


loading/img
ছবি:সংগৃহীত

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন চার বছর আগে ‘মুভিং বাংলাদেশ’ নামে পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। এতে লগ্নি করা ঘোষণা দিয়েছিল দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। তবে নুহাশের সিনেমার জন্য বরাদ্দকৃত ৫০ লাখ টাকা বাতিল করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, মন্ত্রণালয়ের ডিপিপিতে (ডিজিটাল প্রোডাকশন পার্টনারশিপ) ‘মুভিং বাংলাদেশ’ নামে সিনেমার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ছিল। এই মুহূর্তে প্রকল্প থেকে এই সিনেমাটি নির্মাণের ইচ্ছা নাই। আর সিনেমা বানানো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাজও না। তাই আপাতত সিনেমায় বিনিয়োগের পদক্ষেপ থেকে সরে আসা হয়েছে।

সিনেমার প্রযোজকদের একজন আরিফুর রহমান। তার কথায়, একটা সিনেমা নিয়ে আমাদের তিন থেকে পাঁচ বছর সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। দীর্ঘ এই সময়ে প্রযোজকের কাজ ফান্ড রাইজ করা। অনেক সময় লাগার কারণে অনেক লগ্নিকারী আসছে-যাচ্ছে। আমরাও অনেক সময় লগ্নিকারী ফেরত দিই। দেরি হওয়ায় অনেকে অপেক্ষা করতে চায় না, ফেরত যায়। এখন ‘মুভিং বাংলাদেশ’ বানানোর জন্য যে ধরনের অর্থ দরকার, সেখানে ৫০ লাখ টাকা খুবই ছোট অ্যামাউন্ট। এটি সিনেমা নির্মাণে বাধা হবে না।

বিজ্ঞাপন

এদিকে বিষয়টি নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, আমার কাছে মনে হয়, গল্প ঠিকঠাক থাকলে চিন্তা নাই। আমার সব কাজেই আমি গল্প ও চিত্রনাট্যে বেশি সময় দিই। আমি শর্টফিল্ম, ওয়েবের কাজ করেছি কিন্তু এবারই প্রথম ফিচার ফিল্ম করছি। ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার জন্য দেশের বাইরে থেকে অনেক ফান্ডই আমরা পেয়েছি। কাজও এগিয়ে নিচ্ছি।

কবে ও কোথায় শুটিং হবে সে বিষয়ে হুমায়ূনপুত্র জানান, আগে সিনেমার চিত্রনাট্যের কাজ। সবকিছু সঠিকভাবে শেষ হলেই জ্বলে উঠবে লাইট, ক্যামেরা।

প্রসঙ্গত, নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’ প্রথম আলোচনায় আসে তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশনের ৮৯ হাজার ৮০০ ডলারের তহবিল পেয়ে। এরপর সিনেমাটি টোকিও গ্রান্ট ফাইনান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকেও সহযোগিতা পায়।

বিজ্ঞাপন

আরটিভি/ এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |